বড় ব্যবধানে জয়, সঙ্গে সিরিজও বাংলাদেশের

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৫ ২২:৩৭; আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ ০৩:০৩

ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজকে ১১৭ রানে অলআউট করে ১৭৯ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ। ওয়ানডে ইতিহাসে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রানের জয়ের রেকর্ড। উইন্ডিজদের হারানোর ম্যাচে নাসুম আহমেদ ও রিশাদ হোসেন তিনটি করে উইকেট নিয়েছেন।

এছাড়া মেহেদি হাসান মিরাজ ও তানভীর ইসলাম নিয়েছেন দুইটি করে উইকেট। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেছেন আকিল হোসেইন।

মিরপুরে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৯১ রান করেছেন সৌম্য। এ ছাড়া ৮০ রান করেছেন সাইফ। জবাবে ৩০ ওভার এক বলে সবকটি উইকেট হারিয়ে ১১৭ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ।

এই সিরিজে ১২ উইকেট শিকার করেছেন রিশাদ হোসেন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের যে কোন স্পিনারের জন্য সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ড এটি।

রিশাদ হোসেনের দ্বিতীয় শিকারে পরিণত হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন রোস্টন চেজ। রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ হারিয়েছে নিজেদের ৬ষ্ঠ উইকেট।

এর আগে ব্যাটিং করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই দুই চার মেরে ভালো শুরুর বার্তা দিয়েছিলেন সাইফ। এরপর আগ্রাসী রূপে হাজির হন সৌম্য সরকারও। উদ্বোধনী জুটিতে পঞ্চাশ আসে মাত্র ৪৬ বলে।

স্পিনে কাজের কাজ কিছু হচ্ছে না দেখে দশম ওভারে পেস বোলিং অলরাউন্ডার জাস্টিন গ্রেভসের হাতে বল তুলে দিয়েছিলেন ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ। তবে এই পেসারও সুবিধা করতে পারেননি।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ : ২৯৬/৮ (৫০ ওভারে, সাইফ ৮০, সৌম্য ৯১, হৃদয় ২৮, শান্ত ৪৪, সোহান ১৬*, মিরাজ ১৭*, আকিল হোসেন ৪/৪১)।

ওয়েস্ট ইন্ডিজ : ১১৭/১০ (৩০.১ ওভারে, কিং ১৮, নাসুম ৩/১১, রিশাদ ৩/৫৪)।

ফল : বাংলাদেশ ১৭৯ রানে জয়ী।

ম্যাচসেরা : সৌম্য সরকার।

সিরিজসেরা : রিশাদ হোসেন।

সিরিজ : বাংলাদেশ ২-১ এ জয়ী।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top