মাছ শিকারে ব্যর্থ হলেন ক্রিকেটার সাইফুদ্দীন
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১ আগস্ট ২০২০ ০০:৩০; আপডেট: ১ আগস্ট ২০২০ ০১:০৯
-2020-07-31-18-30-57.jpg)
নাড়ির টানে আর ঈদ ছুটির উত্তেজনায় বিভিন্ন পেশার মানুষ ছুটছেন শহর থেকে গ্রামে। বাড়িতে সবাই সময় কাটাচ্ছেন নিজেদের মনের মত করে। শখের বশে অনেকেই করছেন অনেক কিছু।
তেমনি বাড়ি ফিরে গ্রামীণ পরিবেশে মেতে উঠেছেন জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ সাইফউদ্দিনও। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুক্রবার (৩১ জুলাই) গ্রামে ফিরেছেন তিনি।
আর বাড়ি ফিরে বসে নেই তিনি। জাল নিয়ে নেমে পড়লেন বাড়ির পুকুরে। কিন্তু বারবার চেষ্টা করেও জালে আসলো না কোন মাছ। ক্রিকেটার সাইফুদ্দীন যেন মাছ ধরায় বেশ অসহায়।
পরে বাধ্য হয়েই ডাকলেন জেলেদের। তারা এসে ধরলো অনেক মাছ।
নিজের এই মাছ ধরার মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন বোলিং অলরাউন্ডার নিজেই।
শুক্রবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে পুকুরে জাল মারার এক ভিডিও পোস্ট করেন ২৩ বছর বয়সী এই ক্রিকেটার।
এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: