সাকিবের চোটে কপাল খুললো সৌম্য’র

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২১ ০২:৪৯; আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২১ ০৩:০৫

ফাইল ছবি

চোটে পড়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে খেলতে পারছেন না সাকিব আল হাসান। তার জায়গায় দলে ডাক পেয়েছেন ব্যাটিং অলরাউন্ডার সৌম্য সরকার। আজ (মঙ্গলবার) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তার অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।

সোমবার নিশ্চিত হয়ে যায় শেষ টেস্টে খেলছেন না সাকিব। মূলত বাঁ ঊরুতে চোট পাওয়া অলরাউন্ডারকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি টিম ম্যানেজমেন্ট। স্বাভাবিক হাঁটা-চলা করলেও ম্যাচ খেলার মতো ফিটনেস নেই তার। এজন্য ঢাকা টেস্টে সাকিবকে ছাড়াই পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ।

এতেই টেস্ট দলের দরজা খুলে গেছে সৌম্যর। আগের দিন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছিলেন, সাকিবের বদলে কাউকে দলে ডাকা হবে না। তবে একদিন পরই বিসিবি নিশ্চিত করেছে, ঢাকা টেস্টের স্কোয়াডে যোগ করা হয়েছে সৌম্যকে।

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে চোটে পড়েন সাকিব। ব্যাটিং করলেও দিনের শেষ ঘণ্টার মাঠে ছিলেন না তিনি। সে পর্যন্ত ৬ ওভারে ১৬ রান দিয়েছিলেন। এর আগে ব্যাট হাতে খেলেছিলেন ৬৮ রানের ইনিংস। এরপর আর মাঠে ফেরা হয়নি তার।

 




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top