নেপথ্যে আর্থিক সংকট

পিএসজি থেকে নেইমারকে ফেরাচ্ছে না বার্সেলোনা

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৩ আগস্ট ২০২০ ২২:৫৮; আপডেট: ৩ আগস্ট ২০২০ ২৩:২৭

ফাইল ছবি

ক্রীড়াঙ্গনের অনেক কিছুই বদলে দিয়েছে প্রাণঘাতী মহামারী করোনাভাইরাস। পাল্টে গেছে অনেক হিসাব নিকাশ। কমে গেছে ক্লাব এবং খেলোয়াড়দের আয়ও।

করোনাভাইরাসের ধকল পড়েছে ফুটবল জগতের চিরচেনা ক্লাব বার্সেলোনায় ও। স্প্যানিশ দলটির সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউ জানিয়েছেন আর্থিক কারণে পিএসজি থেকে আপাতত নেইমারকে ফেরানো সম্ভব নয়। খবর স্প্যানিশ পত্রিকা স্পোর্ত।

আটকে আছে ইন্টার মিলান থেকে লাউতারো মার্তিনেসকে দলে টানার আলোচনাও।

মহামারী প্রাদুর্ভাবে মার্চ-জুনে প্রত্যাশার চেয়ে ২০০ মিলিয়ন ইউরো কম আয় করেছে বার্সেলোনা। দল প্রধানের শঙ্কা ক্লাবগুলোর ওপর করোনাভাইরাস পরিস্থিতির প্রভাব আরও লম্বা সময় ধরে থাকবে।

ক্লাবগুলোর উপর নেতিবাচক প্রভাব স্থায়ী হতে পারে আরো তিন-চার বছর।

উল্লেখ্য, ২২ কোটি ২০ লাখ ইউরোর বিনিময়ে ২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে ফরাসি লিগের দল পিএসজিতে যোগ দেন নেইমার।

এসএইচ



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top