শ্রীলংকা সফরের সূচি চূড়ান্ত বাংলাদেশের
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২০ মার্চ ২০২১ ০১:২৯; আপডেট: ৩ আগস্ট ২০২৫ ০৩:৪৩

দুই টেস্টের সিরিজে অংশ নিতে আগামী মাসে শ্রীলংকা সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল।
আসন্ন এ সফরকে সামনে রেখে শুক্রবার সূচি ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।
আগামী ১২ এপ্রিল শ্রীলঙ্কা পৌঁছাবে মুমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট দল। দুই টেস্টের সিরিজের আগে দুই দিনের একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে টাইগাররা।
২১ এপ্রিল পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। একই ভেন্যুতে ২৯ এপ্রিল শুরু হবে দ্বিতীয় টেস্ট। তার আগে ১৭ ও ১৮ এপ্রিল হবে দুই দিনের প্রস্তুতি ম্যাচটি।
এসকে
আপনার মূল্যবান মতামত দিন: