শিরোপা হারিয়ে হতাশ নন পিএসজি সভাপতি
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৫ আগস্ট ২০২০ ০১:১৩; আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ০২:৪৬
-2020-08-24-19-12-51.jpg)
বায়ার্ন মিউনিখের কাছে পরাস্ত হতে হল পিএসজিকে। রোববার (২৩ আগস্ট) চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ১-০ গোলে হার মানে নেইমার-এমবাপ্পেদের টিম।
তবে দলের ফাইনালে শিরোপা হারিয়ে মোটেই হতাশ হননি বলে জানিয়েছেন পিএসজির কাতারি সভাপতি নাসির আল-খেলাইফি।
এবারের ফাইনালে ট্রফি হারালে ও পরবর্তী মৌসুমে তা পুনরায় উদ্ধারের জন্য কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আল-খেলাইফি। তিনি বলের, নেইমার-এমবাপ্পেদের নিয়ে আমি দারুণ গর্বিত। পুরো মৌসুমে তারা দারুণ খেলেছে, এ টুর্নামেন্টেও আমরা অসাধারণ খেলেছি। কেউ চিন্তাই করেনি আমরা ফাইনালে খেলব। আমরা জয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। ট্রফি জয়ের জন্য সম্ভাব্য সবকিছুই আমরা করেছি কিন্তু খেলায় জয়-পরাজয় থাকবে- এটাই ফুটবল। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের জন্য আমরা কাজ করে যাব। এটাই আমাদের মূল লক্ষ্য।
হতাশ না হয়ে ভবিষ্যৎ এ নিজের সর্বোচ্চটুকু দেয়ার চেষ্টা করতে হবে জানান পিএসজির মিডফিল্ডার অ্যান্ডার হেরেরা। তিনি বলেন, আমরা অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু বিষয় অর্জন করেছি। আমাদের একসঙ্গে থেকে পরবর্তী মৌসুম নিয়ে চিন্তা করতে হবে। এই মুহূর্তে সবকিছুই শেষ হয়ে গেছে এমন মনে হতে পারে- এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের নিজেদের প্রমাণের চেষ্টা করতে হবে।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: