সাকিবকে নিয়ে আইপিএল ফাইনালে ফিল্ডিংয়ে কলকাতা

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২১ ০২:৩৬; আপডেট: ২৫ এপ্রিল ২০২৪ ০৫:৫৯

ছবি: সংগৃহীত

আইপিএলের ফাইনালে টসে জিতেছে কলকাতা নাইট রাইডার্স। নিয়েছে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। চেন্নাইয়ের বিপক্ষে আইপিএল শিরোপার চূড়ান্ত লড়াইয়ে কলকাতা দলে আছেন সময়ের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

কলকাতা এবারের আইপিএল ফাইনালে এসেছে অনেকটা বিস্ময়ের জন্ম দিয়েই। শুরুর অংশে যে দলটি ছিল তালিকার সপ্তম অবস্থানে। সেখান থেকে দারুণ এক প্রত্যাবর্তনের গল্প লিখে সাকিবরা এসেছেন আইপিএল শেষ চারে। এলিমিনেটরে বিরাট কোহলির বেঙ্গালুরু আর দ্বিতীয় কোয়ালিফায়ারে দিল্লিকে হারিয়ে আসে ফাইনালে।

অন্যদিকে মহেন্দ্র সিং ধোনির দলের পরিস্থিতি পুরোপুরি উল্টো। গেলবারের ব্যর্থতা ঝেড়ে ফেলতেই যেন এবার সবার আগে শেষ চারের টিকিট কেটে ফেলে দলটি। প্রথম কোয়ালিফায়ারে দিল্লিকে হারিয়ে এসেছে ফাইনালে।

আজকের এই লড়াইয়ে কলকাতা অধিনায়ক অইন মরগান হেসেছেন প্রথম হাসিটা। টসে জিতে নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। তার দল নেমেছে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলা দলটা নিয়েই। কোনো জায়গাতেই কোনো পরিবর্তন নেই। এদিকে চেন্নাই সুপার কিংসও নিজেদের উইনিং কম্বিনেশন না ভেঙেই নেমেছে নিজেদের চতুর্থ আইপিএল শিরোপা জেতার লড়াইয়ে।

কলকাতা নাইট রাইডার্স একাদশ 
ভেঙ্কটেশ আইয়ার, শুভমান গিল, নীতিশ রানা, রাহুল ত্রিপাঠি, অইন মরগান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, সুনীল নারাইন, শিবম মাভি, বরুণ চক্রবর্তী , লকি ফার্গুসন

চেন্নাই সুপার কিংস একাদশ
ঋতুরাজ গায়কোয়াড়, ফাফ ডু প্লেসিস, মইন আলী, রবিন উথাপ্পা, আম্বাতি রায়ডু, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), ডোয়াইন ব্রাভো, শার্দুল ঠাকুর, দীপক চাহার, জশ হেইজলউড




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top