স্কটল্যান্ডকে ৬০ রানেই গুঁড়িয়ে দিল আফগানিস্তান

রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২১ ০৯:২১; আপডেট: ৩ মে ২০২৪ ০২:২৭

ছবি: সংগৃহীত

হাতের কব্জির মোচড়, তাতেই বল ঘোরে লাটিমের মত। একজন অফ স্পিনার, আরেকজন লেগ স্পিনার। প্রথমজন মুজিব-উর রহমান এবং পরেরজন রশিদ খান। দু’জনের আলাদা পরিচয় দেয়ার দরকার নেই।

টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী বোলিং জুটি। যাদের বলের মায়াবী ঘূর্ণি কতটা ভয়ঙ্কর আজ তা হাড়ে হাড়ে টের পেলো স্কটল্যান্ড। রশিদ-মুজিবের ঘূর্ণি তোপে পড়ে মাত্র ৬০ রানেই অলআউট হয়ে গেছে স্কটল্যান্ড। ফলে ১৩০ রানের বিশাল ব্যবধানে জয় দিয়ে এবারের বিশ্বকাপ শুরু করলো আফগানিস্তান।

আফগানিস্তানের ছুঁড়ে দেয়া ১৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে স্কটল্যান্ড খেলতে পেরেছে কেবল ১০.২ ওভার। পুরো ৯.৪ ওভার বাকি রয়ে গেছে। এর মধ্যেই শুরু থেকে মুজিব-উর রহমানের মায়াবী ঘূর্ণির ফাঁদে পড়ে একের পর এক উইকেট হারাতে থাকে স্কটিশরা।

মাঝপথে এসে উইকেট শিকারে যোগ দিলেন রশিদ খান। তার করা মাত্র ২.২ ওভারেই ৪টি উইকেটের পতন। ১১তম ওভারের প্রথম দুই বলেই পরপর দুই উইকেটের পতন ঘটলো রশিদের বলে। পরের ম্যাচের নিজের করা প্রথম ওভারের প্রথম বলেই উইকেট পেলে হ্যাটট্রিক হয়ে যাবে রশিদের।




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top