‘জাদেজাকে অধিনায়ক বানানো ভুল ছিল’
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৬ মে ২০২২ ০৫:০৮; আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ১৫:২৯

আইপিএলের প্রথম আসর থেকেই চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তার অধীনে দ্বিতীয় সর্বোচ্চ চারবার শিরোপা জিতেছে ফ্রাঞ্জাইজিটি। টুর্নামেন্টের ইতিহাসের সবচেয়ে সফল দলেও পরিণত হয়েছে তারা। তবু, চলতি আসর শুরুর কয়েকদিন আগে নেতৃত্ব ছেড়ে দেন ধোনি। অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে নতুন অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হয়।
কিন্তু জাদেজার অধীনে প্রথম আট ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জয় পায় চেন্নাই। একই সঙ্গে নিজের ফর্মও হারিয়ে ফেলেন জাদেজা। এর পরই আবারও ধোনির হাতে নেতৃত্ব তুলে দেয় ফ্রাঞ্জাইজি কর্তৃপক্ষ। নেতৃত্ব পেয়ে দলকেও জয়ের ধারায় ফিরিয়ে আনেন ভারতের সর্বকালের অন্যতম সেরা এই অধিনায়ক। কিন্তু এক ম্যাচ পরই আবারও পরাজয়ের মুখ দেখেছে চেন্নাই। গতকাল (৪ মে) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কাছে ১৩ রানে হেরেছে তারা। এর মধ্য দিয়ে আইপিএলের প্লে-অফের দৌড় থেকেও ছিটকে গেলো ফ্রাঞ্জাইজিটি।
বর্তমানে দশ দলের মধ্যে চেন্নাইয়ের অবস্থান নয় নম্বরে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এমন পারফরম্যান্সের কারণ খুঁজছে সবাই। এর মধ্যে ভারতের সাবেক তারকা ওপেনার বীরেন্দ্র শেবাগ বলেছেন, টুর্নামেন্টের শুরুতে রবীন্দ্র জাদেজাকে অধিনায়ক বানানো ছিল চেন্নাইয়ের ভুল সিদ্ধান্ত।
গতকাল চেন্নাইয়ের ম্যাচের পর ক্রিকবাজকে বীরেন্দ্র শেবাগ বলেন, ‘তারা প্রথম যে ভুলটি করেছে তা হলো মৌসুমের শুরুতে ঘোষণা দেওয়া যে, ধোনি অধিনায়কত্ব করবেন না। নেতৃত্ব দেবে জাদেজা। আমি মনে করি এটা ভুল সিদ্ধান্ত ছিল। একই সঙ্গে এটাও মনে করি যে, জাদেজাকে পুরো মৌসুম অধিনায়ক রাখা উচিত ছিল।’
আপনার মূল্যবান মতামত দিন: