চট্টগ্রাম টেস্টে ম্যাথিউসের সেঞ্চুরি, ভাল অবস্থানে শ্রীলঙ্কা

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৬ মে ২০২২ ০৭:৫৭; আপডেট: ২৯ মার্চ ২০২৪ ১৯:১১

চট্টগ্রাম টেস্টের একটি মুহূর্ত। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের বিপক্ষে প্রথম দিনশেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ২৫৮ রান। ম্যাথিউস ১১৪ অপরাজিত। আগের সেরা ৮৬ ছাপিয়ে বাংলাদেশের বিপক্ষে প্রথম সেঞ্চুরির স্বাদ পায় অভিজ্ঞ এই মিডল অর্ডার ব‍্যাটসম‍্যান।

দ্বিতীয় নতুন বল হাতে আসা শরিফুল ইসলামকে চমৎকার এক ফ্লিকে চার মেরে অ‍্যাঞ্জেলো ম‍্যাথিউস পৌঁছান নতুন উচ্চতায়। ১৮৩ বলে ক‍্যারিয়ারের দ্বাদশ সেঞ্চুরি পেলেন ম‍্যাথিউস। তার ফিফটি এসেছিল ১১১ বলে। তাইজুল ইসলামের করা পরের ওভারে সিঙ্গেল নিয়ে জুটির রান পঞ্চাশে নিয়ে যান দিনেশ চান্দিমাল, ৯৬ বলে। ৭৭ বলে দুই ছক্কায় দিনেশ চান্দিমালের রান ৩৪।

১৬ ওভারে ৭১ রান নিয়ে ২ উইকেট নিয়েছেন অফ স্পিনার নাঈম হাসান। চমৎকার কিছু ডেলাভারির সঙ্গে বেশ কিছু আলগা বোলিং করে ওভার প্রতি প্রায় সাড়ে চার করে রান দিয়েছেন তিনি।

সুযোগ পেলেই দুই ব‍্যাটসম‍্যান মারছেন বাউন্ডারি। মাঝে মধ‍্যে একটু ঝুঁকিও নিয়েছেন। সেগুলো কাজেই লাগিয়ে বাড়িয়েছে রানের গতি।

সাকিব এসে ফেরালেন ধনাঞ্জয়াকে
সাকিবের বলে মাহমুদুল হাসান জয়ের হাতে ধরা পড়লেন ধনাঞ্জয়া ডি সিলভা। চতুর্থ উইকেটের পতন ঘটলো শ্রীলঙ্কার। ২৭ বল খেলে ৬ রান করেছেন তিনি।
ধনাঞ্জয়া পা বাড়িয়ে ডিফেন্স করতে গিয়ে ব‍্যাটের কানা ছুঁয়ে প‍্যাডে লেগে ক‍্যাচ যায় স্লিপের দিকে। ঝাঁপিয়ে মুঠোয় নেন মাহমুদুল হাসান জয়। আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে সফলতা মেলে বাংলাদেশের।

শ্রীলঙ্কার সংগ্রহ ৬৫.২ ওভারে ৪ উইকেটে ১৮৩ রান।

তৃতীয় সেশনের শুরুতেই তাইজুলের আঘাত
চা-বিরতির পর প্রথম বলেই কুসল মেন্ডিসকে ফিরিয়ে দিলেন তাইজুল ইসলাম। স্পিন করে বেরিয়ে যাওয়া বল মেন্ডিস লেগে ঘুরাতে গিয়ে মিডউইকেটে ধরা পড়লেন নাঈম হাসানের হাতে।

ভাঙল ২০৯ বলে ৯২ রানের জুটি। ১৩১ বলে তিন চারে ৫৪ রান করেন মেন্ডিস।


দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে লাঞ্চের আগে দুই উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কাকে চেপে ধরেছিল বাংলাদেশ। তবে ৬৬ রানে দুই উইকেট হারানোর পর মেন্ডিস-ম্যাথিউসের ব্যাটে প্রতিরোধ গড়ছে লঙ্কানরা। দুজনে মিলে তৃতীয় উইকেটে এরই মধ্যে গড়ে ফেলেছেন ৯২ রানের জুটি। দ্বিতীয় সেশনে কোনো উইকেট না হারিয়ে পার করে শ্রীলঙ্কা।

চা বিরতিতে যাওয়ার সময় লঙ্কানদের সংগ্রহ ২ উইকেটে ১৫৮ রান। কুশল মেন্ডিস ৫৪ ও ম্যাথিউস ৫৪ রানে ব্যাট করছেন।


নাঈমের দ্বিতীয় শিকার ওশাদা ফার্নান্দো
জমে উঠছিল কুসল মেন্ডিসের সঙ্গে ওশাদা ফার্নান্দোর জুটি। চমৎকার এক ডেলিভারিতে ফার্নান্দোকে কট বিহাইন্ড করে নিজেদর দ্বিতীয় উইকেট নিলেন নাঈম হাসান।

ওভার দা উইকেটে করা অফ স্পিনারের অফ স্টাম্পের বাইরের ডেলিভারি পা বাড়িয়ে খেলার চেষ্টা করেন ওশাদা। ঠিক মতো পারেননি, ব‍্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে লিটন দাসের গ্লাভসে। ভাঙে ৮১ বল স্থায়ী ৪৩ রানের জুটি। রিভিউ নিয়েও শেষ রক্ষা হয়নি লঙ্কান ওপেনারের। এক ছক্কা ও তিন চারে তিনি করেন ৩৬ রান।

২৪ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ৭৩ রান।

করুনারত্নকে ফেরালেন নাঈম
লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নকে এলবিডব্লিউ করে শুরুর জুটি ভাঙেন অফ স্পিনার নাঈম হাসান। ১৭ বলে বাঁহাতি এই ওপেনার করেন ৯।

অফ স্টাম্পের একটু বাইরে পড়ে অ‍্যাঙ্গেলে ভেতরে ঢোকা বল কাট করেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্ন। তবে এর আগে ছুঁয়ে যায় তার প‍্যাড। জোরাল আবেদনে সাড়া দিয়ে এলবিডব্লিউ দেন আম্পায়ার। ভাঙে ২৩ রানের উদ্বোধনী জুটি।

ওশাদা ফার্নান্দোর সঙ্গে কথা বলে রিভিউ নেন করুনারত্ন। সফল হননি তিনি, তবে ইম্প‍্যাক্ট আম্পায়ার্স কল হওয়ায় টিকে থাকে রিভিউ। ক্রিজে ওশাদার সঙ্গী কুসল মেন্ডিস।

শ্রীলঙ্কা ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৩ রান।

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

দুই টেস্টের প্রথম ম্যাচে রোববার বাংলাদেশের বিপক্ষে টস জিতেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। সফরকারীরা টাইগারদের ফিল্ডিংয়ে পাঠিয়েছে।

বাংলাদেশ একাদশে তিন স্পিনার ও দুই পেসার। শঙ্কা কাটিয়ে ফেরা সাকিবের সঙ্গে আছেন তাইজুল ইসলাম ও নাঈম হাসান।আঙুলের চোটে মেহেদী হাসান মিরাজ ছিটকে যাওয়ার পর দলে এসেছিলেন অফ স্পিনার নাঈম। এই তরুণ এবার চলে এলেন একাদশেও। একাদশে ফিরেছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। তার সঙ্গী সৈয়দ খালেদ আহমেদ।

সবশেষ সিরিজে দলে আট পরিবর্তন এনে বাংলাদেশে এসেছে শ্রীলঙ্কা। একাদশে এসেছে পরিবর্তন। টসের সময়ে অধিনায়ক দিমুথ করুনারতেœ জানালেন, ৭ ব‍্যাটসম‍্যান এবং দুই জন করে পেসার ও স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছেন তারা।

একাদশ:

শ্রীলঙ্কা: দিমুথ করুনারত্ন (অধিনায়ক), ওশাদা ফার্নান্দো, কুসল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, ধনঞ্জয়া ডি সিলভা, দিনেশ চান্দিমাল, নিরোশান ডিকওয়েলা (উইকেটরক্ষক), রমেশ মেন্ডিস, লাসিথ এমবুলডেনিয়া, আসিথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো।

বাংলাদেশ: তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলা, খালেদ আহমেদ।

শুরুর দিকে পেসাররা কিছুটা সুবিধা পাবে উইকেট থেকে। স্পিনারদের অপেক্ষা করতে হতে পারে চতুর্থ দিন পর্যন্ত। হালকা ঘাস থাকায় পেসাররা বাউন্স পাবেন। সময়ের সাথে উইকেট সহজ হবে। উইকেট ছুড়ে দিয়ে না আসলে, বড় রান পাবেন ব্যাটাররা।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top