ড্র দিয়ে শুরু রিয়ালের লা লিগা

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২০ ২২:৩৫; আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২০ ২২:৩৬

গোলশূন্য রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা ম্যাচ (ছবিঃ সংগৃহীত)

চ্যম্পিয়ন রিয়াল মাদ্রিদ জয় দিয়ে শুরু করতে পারল না লা লিগার নতুন মৌসুম। আর নিজেদের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে দলটি।

রিয়াল সোসিয়েদাদের জালে আটকে গেল সার্জিও রামোসরা।

পুরো ম্যাচে বার্সেলোনার জালে বল পাঠাতে পারেনি মাদ্রিদ বাহিনী। শেষ পর্যন্ত ম্যাচ শেষ হয় গোল শূণ্য ড্র তে।

দীর্ঘ ১৮ বছর পর এই প্রথম চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের মধ্যকার কোনো ম্যাচে একটিও গোল হলো না।

বার্সেলোনার রক্ষণভাগে বারবার ছুটে গিয়েছিল করিম বেনজেমা, রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়ররা। কিন্তু শেষ পর্যন্ত সফল হন নি।

জিদান যেন জাদু করে রেখেছে সোসিয়েদাদের রক্ষণভাগকে। তার পরিকল্পনাই বেশ কাজে লেগেছে।

ম্যাচ শুরুতেই গোল পেত রিয়ালরা কিন্তু কিন্তু গোলরক্ষক বরাবর শট মারায় ব্যর্থ হন বানজেমা। সার্জিও রামোস আর টনি ক্রুসও বল নিয়ে প্রতিপক্ষের ডি-বক্সে ঢুকেছেন কয়েকবার। কিন্তু ৯০ মিনিটজুড়ে চল সব প্রচেষ্টা ভেস্তে গেল। এ ছাড়া রিয়ালের একটি পেনাল্টির দাবিও প্রত্যাখ্যাত হয়েছে রেফারির কাছে।

দু দলই সমান ফলাফল নিয়ে ম্যাচ শেষে মাঠ ছাড়লেন।

  • এসএইচ

 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top