ছাত্রলীগের ৩০তম কেন্দ্রীয় সম্মেলন কাল, নতুন নেতৃত্ব ও বয়সসীমা নিয়ে চলছে জোর আলোচনা

ছাত্রলীগের ৩০তম কেন্দ্রীয় সম্মেলন কাল, নতুন নেতৃত্ব ও বয়সসীমা নিয়ে চলছে জোর আলোচনা

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২২ ০৭:৫০; আপডেট: ২৮ মার্চ ২০২৪ ২১:৪১

ছবি: সংগৃহিত

ছাত্রলীগের ৩০তম কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে মঙ্গলবার (৬ ডিসেম্বর)। এ উপলক্ষ্যে ঐতিহ্যবাহী সোহরাওয়ার্দী উদ্যানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এরই মধ্যে পরবর্তী নেতৃত্ব ও কেন্দ্রীয় কমিটির বয়সসীমা নিয়ে ছাত্রলীগের বিভিন্ন মহলে চলছে জোর আলোচনা।

সোমবার (৫ ডিসেম্বর) সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জড়ো হতে থাকেন দলের নেতাকর্মীরা। এ সময় কেন্দ্রীয় কমিটির বয়সসীমা নিয়ে নানা আলোচনা করেন তারা। কেন্দ্রীয় দুটি পদের জন্য তিন শতাধিক আবেদন জমা পড়লেও যোগ্যতা বিবেচনায় মূল নেতৃত্ব নির্ধারণ করবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সাংগঠনিক নেতৃত্বের নির্দেশেই ছাত্রলীগের কর্মকাণ্ড আরও বেশি গতিশীল হবে বলেও আশা সংগঠনটির কর্মীদের।

নানা অভিযোগ থাকলেও সবশেষ মহামারিতে ঐতিহ্য অনুযায়ী প্রান্তিক মানুষের পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগ। কৃষকের ধান কাটা থেকে শুরু করে বিনামূল্যে খাবার বিতরণ করেছে দলটির নেতা-কর্মীরা। দাফন থেকে শুরু বিনামূল্যে অক্সিজেন প্রদান সব কিছুতেই অগ্রণী ভূমিকা ছিল ছাত্রলীগের। তাই মহামারির বাস্তবতায় ছাত্রলীগের নেতৃত্ব নির্বাচনে বয়সসীমা ঠিক কতো থাকবে তা এখন দেখার বিষয়। নতুন কমিটি পদ আকড়ে রাখার প্রবণতার চেয়ে সাংগঠনিক কাজে বেশি মনোযোগী হবে বলে আশা ছাত্রলীগ কর্মীদের।

#এমএস



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top