এডিসি হারুনকাণ্ডে আহত ছাত্রলীগ নেতাদের জন্য দোয়া চাইলেন মাহি

রাজ টাইমস | প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৩ ০১:৫৪; আপডেট: ১১ অক্টোবর ২০২৪ ০৬:১৬

ছবি: সংগৃহীত

এডিসি হারুন অর রশিদের মারধরে আহত ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন নাঈম ও শরীফ আহমেদ মুনিমকে দেখতে আজ হাসপাতালে যান ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি।

সেখানকার কিছু ছবি ফেসবুকে পোস্ট করে তিনি তাদের জন্য দোয়া চান। এ সময় মাহির সঙ্গে ছিলেন তার স্বামী রকিব সরকার।

মাহিয়া মাহি বলেন, ‘শুক্রবার আনোয়ার হোসেন নাঈমের শারীরিক অবস্থার খোঁজ নিতে গিয়েছিলাম। খালাম্মাকে সান্ত্বনা দেওয়াটা কঠিন ছিল। তার ছেলে এখন খানিকটা দূরের লেখাও ঠিকমতো পড়তে পারেন না। আর যে কত শারীরিক ক্ষতি হয়েছে তার! আর শরীফ আহমেদ মুনিম ভাইয়াও পাশে ছিলেন, মানসিকভাবে কতটা বিধ্বস্ত তিনি আহ্!’

তাদের জন্য সবার কাছে দোয়া চান মাহি। তিনি বলেন, ‘সবাই দোয়া করবেন আমার ভাইয়েরা যেন শারীরিকভাবে সুস্থ হওয়ার পাশাপাশি মানসিক ট্রমা থেকে বের হয়ে স্বাভাবিক জীবনে দ্রুতই ফিরে আসতে পারেন।’

উল্লেখ্য যে, কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈম এবং বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও ঢাবির শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিমকে গত ৯ সেপ্টেম্বর রাতে শাহবাগ থানায় নিয়ে বেধড়ক মারধর করেন এডিসি হারুন অর রশিদ। নারীঘটিত একটি ঘটনার জেরে এ মারধরের ঘটনা ঘটে বলে জানা গেছে।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top