নবাবগঞ্জে স্কাউট সদস্যদের মাঝে অর্থ বিতরণ

টুটুল রবিউল, চাঁপাইনবাবগঞ্জঃ | প্রকাশিত: ৩ জুন ২০২০ ০৩:৩৫; আপডেট: ২০ এপ্রিল ২০২৪ ১১:২৭

চাঁপাইনবাবগঞ্জ জেলার কাব ও স্কাউট সদস্যদের মাঝে অর্থ বিতরণ
করোনা ভাইরাস বিস্তারে কর্মহীন ও অসহায় হয়ে পড়া চাঁপাইনবাবগঞ্জ জেলার কাব ও স্কাউট সদস্যদের মাঝে অর্থ বিতরণ করেছেন জাগরণী চক্র ফাউন্ডেশন। ২ জুন  মঙ্গলবার সকাল ১১ টার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ অর্থ বিতরণ করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম তাজকির-উজ-জামান কাব ও স্কাউটের ৫৫ জন সদস্যের হাতে এ সহায়তা তুলে দেন।
জাগরণী চক্র ফাউন্ডেশনের চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখা ব্যবস্থাপক মোঃ আব্দুল কাইউম জানান, জেলায় মোট ৩৫০ জন কাব ও স্কাউট সদস্যের মাঝে ৫’শ টাকা করে অর্থ সহায়তা প্রদাণ করা হয়। তারমধ্যে শিবগঞ্জ উপজেলার ১৯৫ জন, সদর উপজেলার ৫৫ জন, নাচোল উপজেলার ৫০ জন এবং গোমস্তাপুর উপজেলার ৫০ জন কাব ও স্কাউট সদস্যকে এ সহায়তা দেয়া হয়। তিনি জানান, বাংলাদেশ স্কাউটস, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহযোগিতায় এবং জেলা প্রশাসনের তত্বাবধানে জাগরণী চক্র ফাউন্ডেশন এ অর্থ সহায়তা দেয়।তিনি বলেন, এর আগে আরও ৩৫০ কর্মহীন পরিবারের মাঝে ৫’শ টাকা করে অর্থ সহায়তা দেয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউটস জেলা শাখার সম্পাদক গোলাম রশিদ, জেলা স্কাউট লিডার মোঃ খশরু পারভেজ টিপু ও জাগরণী চক্র ফাউন্ডেশনের জেলা ও উপজেলা শাখার সদস্যবৃন্দ।


বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top