ডিজিটাল জীবনমানে দক্ষিণ এশিয়ায় শেষ দশে বাংলাদেশ

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২১ ০২:৪০; আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২১ ০২:৪২

ছবি: সংগৃহীত

ডিজিটাল জীবনমানে বিশ্বের ১১০টি দেশের মধ্যে বাংলাদেশ ১০৩তম হয়েছে। এর মাধ্যমে শেষ দশে স্থান হয়েছে বাংলাদেশের। এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান ৩০তম এবং দক্ষিণ এশিয়ায় সর্বনিম্নে অবস্থান করছে।

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সার্ফশার্ক সম্প্রতি ‘ডিজিটাল কোয়ালিটি অব লাইফ ইনডেক্স-২০২১’ সালের প্রতিবেদন সম্প্রতি প্রকাশ করেছে। 

সার্ফশার্ক বিশ্বের ১১০টি দেশের জনগণের ডিজিটাল কল্যাণের মান নিয়ে এ প্রতিবেদন করেছে। প্রতিবেদনটি করা হয়— ডিজিটাল জীবনযাত্রার মান নির্ধারণে ইন্টারনেট সামর্থ্য, ইন্টারনেটের মান, ই-অবকাঠামো, ই-নিরাপত্তা, ই-সরকার এ পাঁচটি সূচকের ওপর ভিত্তি করে।

ডিজিটাল জীবনমানে বিশ্বের শীর্ষ ১০টি দেশ হচ্ছে ডেনমার্ক, দক্ষিণ কোরিয়া, ফিনল্যান্ড, ইসরাইল, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, ফ্রান্স, সুইজারল্যান্ড, জার্মানি ও যুক্তরাজ্য। 
তালিকায় সবার শেষে রয়েছে ইথিওপিয়া। 

দক্ষিণ এশিয়ায় ভারত রয়েছে শীর্ষে।  দেশটির বৈশ্বিক র‌্যাংকিং ৫৯। নেপাল রয়েছে ৮৭ নম্বরে, ৮৮ নম্বরে রয়েছে শ্রীলঙ্কা ও পাকিস্তান রয়েছে ৯৭ নম্বরে।

এর আগে সার্ফশার্কের ডিজিটাল জীবনমানের ২০২০ সালের প্রতিবেদনে বাংলাদেশ অবস্থান ছিল ৮৫টি দেশের মধ্যে ৭৮তম।

 

 




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top