হ্যাকারদের পকেটে ৭ কোটি টাকা

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ৮ জুন ২০২২ ০৫:৪৩; আপডেট: ১৮ এপ্রিল ২০২৪ ১১:৪২

ছবি: প্রতীকি

র‌্যানসামওয়্যার আক্রমণে ডাটা এনক্রিপ্ট করা সংস্থাগুলো তাদের ডাটা ফেরত পেতে ৮ লাখ ১২ হাজার ৩৬০ ডলার বা প্রায় ৭ কোটি টাকা মুক্তিপণ দিতে হয়েছে। এর মধ্যে ৪৬ শতাংশ ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের ডাটা এনক্রিপ্টেড থাকলেও তারা ডাটা পুনরুদ্ধারের পদ্ধতি থাকা সত্ত্বেও মুক্তিপণ পরিশোধ করতে বাধ্য হয়েছে। নিরাপত্তা প্ল্যাটফর্ম সোফোস সম্প্রতি তাদের 'স্টেট অব র‌্যানসামওয়্যার ২০২২' শীর্ষক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদন মতে, ৬৬ শতাংশ সংস্থা ২০২১ সালে র‌্যানসামওয়্যার হামলার শিকার হয়েছে।

এশিয়া-প্যাসিফিক, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা এবং আফ্রিকার প্রায় ৩১টি দেশের পাঁচ হাজার ৬০০টি প্রতিষ্ঠানের ওপর জরিপের ভিত্তিতে সোফোস প্রতিবেদনটি তৈরি করেছে। সমীক্ষা চলাকালে ৯৬৫টি কোম্পানি তাদের র‌্যানসামওয়্যার পেমেন্টের বিবরণ শেয়ার করেছে। সময়ের সঙ্গে ভুক্তভোগীর সংখ্যা বাড়ায় মুক্তিপণ দেওয়ার মাত্রাও বাড়ছে। প্রতিবেদনে বলা হয়, র‌্যানসামওয়্যার হামলায় ক্ষতিগ্রস্ত ডাটা পুনরুদ্ধারে এবং আক্রমণ পরবর্তী জটিলতা নিরসনে অন্তত এক মাস সময় লাগে। সম্ভাব্য র‌্যানসামওয়্যার এবং সাইবার আক্রমণ থেকে সুরক্ষিত থাকতে সোফোসের পরামর্শ হচ্ছে, নিয়মিতভাবে সিকিউরিটি কন্ট্রোল পর্যালোচনা করা এবং সব তথ্যের ব্যাকআপ রাখা।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top