শেষ হলো রাবি উপ-উপাচার্য অধ্যাপক জাকারিয়ার মেয়াদ

রাবি প্রতিনিধি | প্রকাশিত: ২৭ জুলাই ২০২২ ২৩:৫০; আপডেট: ২ মে ২০২৫ ০৮:৩৫

আনুষ্ঠানিক প্রশাসনিক দায়িত্ব থেকে বিদায় জানানো হচ্ছে উপ-উপাচার্য ড.চৌধুরী মোহাম্মদ জাকারিয়াকে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রথমবারের মত দ্বিতীয় উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন রসায়ন বিভাগের অধ্যাপক ড.চৌধুরী মোহাম্মদ জাকারিয়া। নিয়োগের পর থেকে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয় তাঁকে ঘিরে।

আজ (২৬ জুলাই) মঙ্গলবার চার বছর মেয়াদে নিয়োগের শেষ কার্যদিবস ছিল তার।

তার এই দীর্ঘ চার বছরের শেষ কর্মদিবস উপলক্ষে সন্ধ্যা ৬টায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনস্থ কনফারেন্স রুমে বিদায়ী সংবর্ধনায় দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসময় উপ-উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা ও স্মারক উপহার প্রদান করেন উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার।

বিশ্ববিদ্যালয় সুত্রে জানা যায়, ১৯৭৩ (সংশোধিত)-এর অধ্যাদেশ-১৩ এর ১ ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমকে একাডেমিক ও প্রশাসনিক দুভাগে ভাগ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০১৮ সালে প্রথমবারের মত দুইজন উপ-উপাচার্য নিয়োগ দেন। এর মধ্যে একাডেমিক কার্যক্রম দেখাশোনার জন্য প্রথম উপ-উপাচার্য হিসেবে নতুন করে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড.মো. সুলতান-উল-ইসলাম। তবে প্রশাসনিক কার্যক্রমে নিয়োগ প্রাপ্ত বর্তমান উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মোহাম্মদ জাকারিয়ার মেয়াদ শেষ হয়েছে আজ।

এদিকে প্রশাসন কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বলেন, মানুষ বেঁচে থাকে তার কর্মের মধ্যে। তেমনি অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া উপ-উপাচার্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কর্মকান্ড যে অবদান রেখে গেলেন তা মাইলফলক হয়ে থাকবে। তাঁর কৃতিত্বপূর্ণ কর্মগুলি আগামী দিনে এই বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উপাচার্য বলেন, তাঁর দক্ষতা ও অভিজ্ঞতা আগামী দিনেও এই বিশ্ববিদ্যালয় পরিচালনায় প্রয়োজন হলে তিনি অকুষ্ঠিতভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি সহযোগিতা প্রদান করবেন বলে উপাচার্য প্রত্যাশা করেন তিনি।

সংবর্ধনা অনুষ্ঠানে অধ্যাপক জাকারিয়ার প্রতি শুভেচ্ছা বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম, কোষাধ্যক্ষ প্রফেসর (অব.) মো. অবায়দুর রহমান প্রামানিক, প্রক্টর প্রফেসর মো. আসাবুল হক, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রদীপ কুমার পাণ্ডে, ছাত্র উপদেষ্টা এম তারেক নূর, ভারপ্রাপ্ত পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রকৌশলী খোন্দকার শাহরিয়ার রহমান, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত হিসাব পরিচালক প্রফেসর এম হুমায়ুন কবীর, আইসিটি সেন্টারের পরিচালক প্রফেসর মো. বাবুল ইসলাম, পরিবহণ দপ্তরের প্রশাসক মো. মোকছিদুল হক প্রমুখ।

উল্লেখ, অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া আগামীকাল বুধবার রসায়ন বিভাগে প্রফেসর হিসেবে তাঁর পূর্বতন দায়িত্বে পুনরায় যোগ দিবেন।

 



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top