প্রাথমিক বিদ্যালয়েরও সাপ্তাহিক বন্ধ দুদিন
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৩ আগস্ট ২০২২ ০৬:১৩; আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ০৬:৫০
 
                                সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ সপ্তাহে দুদিন (শুক্র ও শনিবার) বন্ধ থাকবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সোমবার (২২ আগস্ট) এ তথ্য জানিয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জানান, বর্তমানে বৃহস্পতিবার অর্ধদিবস ক্লাসের পরিবর্তে পূর্ণদিবস ক্লাস অনুষ্ঠিত হবে।
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং যানজট নিরসনে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস সময় নতুন করে নির্ধারণ ও শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি দুদিন করার কথা জানানো হয়।
সোমবার মন্ত্রিসভা বৈঠকে সিদ্ধান্ত হয়, সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস সকাল ৮টা থেকে বিকেল ৩টা এবং ব্যাংক সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। আর শিক্ষাপ্রতিষ্ঠান সপ্তাহে দুদিন বন্ধ রাখা হবে।

 
                                                    -2022-12-20-17-46-19.jpg) 
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: