নতুন রূপে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট

রাবি প্রতিনিধি | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২২ ০২:২১; আপডেট: ৩ নভেম্বর ২০২২ ০২:৪৮

ছবি: ফাইল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অফিসিয়াল ওয়েবসাইট আগের তুলনায় আরও আধুনিকায়ন করা হয়েছে।

বুধবার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে এক অনাড়ম্বর আয়োজনে এই ওয়েবসাইট উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার ।

আরোও পড়ুন, রাবির বিভাগ সভাপতির কক্ষে ভাঙচুরের অভিযোগ

আধুনিকায়নের ফলে ওয়েবসাইটটি আরো বেশি ব্যবহারকারীবান্ধব ও দৃষ্টিনন্দন হয়েছে। www.ru.ac.bd আইডির এই ওয়েবসাইটটি রবিবার (৬ নভেম্বর) থেকে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম, প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক, আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মো. বাবুল ইসলাম, আইকিউএসি’র পরিচালক উপস্থিত ছিলেন অধ্যাপক দুলাল চন্দ্র রায় ও অতিরিক্ত পরিচালক অধ্যাপক মো. মশিহুর রহমানসহ সংশ্লিষ্ট অন্যরা ।

এর আগে, ২০১৪ সালে 'বিয়াং কিরক্স টিম’ নামের ইন্দোনেশিয়ার একটি হ্যাকার গ্রুপ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটটি হ্যাক করে নিজেদের নিয়ন্ত্রণে নেয়। এতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ওয়েবসাইটটি আরো আধুনিক ও উন্নত করার জন্য চিন্তা করতে থাকে। তারই প্রচেষ্টায় আজ দুপুরে আধুনিকায়নের সকল কাজ সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এনএ




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top