রাবি উপাচার্যের সাথে নবনিযুক্ত আরএমপি কমিশনারের সাক্ষাৎ
রাবি প্রতিনিধি | প্রকাশিত: ১ জানুয়ারী ২০২৩ ০৮:১১; আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১৫:৩৬
-2022-12-31-21-11-01.jpg) 
                                রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সাথে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সদ্য যোগদানকারী কমিশনার মো. আনিসুর রহমান সাক্ষাৎ করেছেন।
শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন তাঁরা।
সাক্ষাতকালে কমিশনার মো. আনিসুর রহমান নিজ দায়িত্ব পালনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতা প্রত্যাশা করেন। এতে উপাচার্য সে বিষয়ে তাঁকে আশ্বাস প্রদান করেন। উপাচার্য কমিশনারের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন।
সাক্ষাৎ শেষে উপাচার্য ও আরএমপি কমিশনার পরস্পরকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম, প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে, পরিবহন প্রশাসক মো. মোকছিদুল হক, সহকারী প্রক্টরবৃন্দ, আরএমপির অতিরিক্ত, যুগ্ম ও উপ-কমিশনারবৃন্দসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

 
                                                    -2022-12-20-17-46-19.jpg) 
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: