আহত দুই শতাধিক

স্থানীয়দের সংঘর্ষে রাবির ১০ জন শিক্ষার্থী গুলিবিদ্ধ

রাবি প্রতিনিধি: | প্রকাশিত: ১২ মার্চ ২০২৩ ০৬:২৩; আপডেট: ১২ মার্চ ২০২৩ ০৬:২৪

ছবি: সংগৃহীত

বাস শ্রমিকদের সঙ্গে বাগবিতণ্ডাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় বিপুল সংখ্যক বিজিবি ও র‍্যাব মোতায়েন করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থী ও স্থানীয়রা মুখোমুখি অবস্থানে আছেন। স্থানীয়রা অবস্থান করছেন বিনোদপুর বাজারে। আর সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর ফটকের ভেতরে ক্যাম্পাসে। পরিস্থিতি সামাল দিতে রাজশাহী-ঢাকা মহাসড়কের বিনোদপুর হয়ে কোনো যানবাহন চলতে দেওয়া হচ্ছে না।

বিনোদপুর বাজারে অবস্থান নিয়েছেন বিপুলসংখ্যক পুলিশ সদস্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়েছে। এত প্রায় ১০জন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে রাজশাহী মেডিকেল হাসপালে ভর্তি।

শনিবার রাত সাড়ে ১০টায় রাজশাহীর বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ সাংবাদিকদের বলেন, “ঘটনাস্থলে সাত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।”

আজ শনিবার সন্ধ্যার দিকে বাস শ্রমিকদের সঙ্গে বাগবিতণ্ডাকে কেন্দ্র করে রাবি শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলছিল। পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে এখন পর্যন্ত দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহতদের বাসে করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

এদিকে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ কর্মকর্তারা। উপাচার্য গোলাম সাব্বির সাত্তার মাইক নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমাদের প্রতি অনুরোধ- হলে ফিরে যাও। তোমাদের জন্য প্রশাসন সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করছে। রুমে যাও তোমরা। এ ঘটনায় প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। আগামী দুদিন বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা বন্ধ।’



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top