এইচএসসি পরীক্ষা শুরু ১৭ অগাস্ট, সূচি প্রকাশ
রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ৯ জুন ২০২৩ ০২:১৬; আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ২০:১১
-2023-06-08-20-15-58.jpg) 
                                চলতি বছরের এইচএসসি ও সমামানের পরীক্ষা শুরু হবে ১৭ অগাস্ট থেকে, তত্ত্বীয় পরীক্ষা চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।
আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক আবুল বাশারের স্বাক্ষরে বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে নয়টি সাধারণ বোর্ডের এইচএসসি পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে।
অন্যবারের মত এবারও পরীক্ষার শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের হলে ঢুকতে হবে। প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা সময়সূচিতে জানানো হয়েছে।
২০১০ সাল থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এসএসসি এবং এপ্রিলের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা শুরু হয়ে আসছিল।
তবে তাতে বাদ সাধে কোভিড মহামারী। এই কারণে এক বছর পরীক্ষা না নিয়েই শিক্ষার্থীদের সনদ দেওয়া হয়। এরপর ২০২১ ও ২০২২ সালে পরীক্ষা নেওয়া হয়েছিল সংক্ষিপ্ত সিলেবাসে।
২০২২ সালে বন্যার কারণে পরীক্ষা আরও পিছিয়ে গিয়েছিল। নভেম্বরে হয়েছিল সেই পরীক্ষা। এবার পূর্ণাঙ্গ সিলেবাসে জুলাইয়ে পরীক্ষা শুরুর সিদ্ধান্ত হলেও তা পিছিয়ে যায় সিলেবাস শেষ না হওয়ার কারণে।

 
                                                    -2022-12-20-17-46-19.jpg) 
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: