মহানবী (সা.) কটূক্তি করায় বিশ্ববিদ্যালয় ছাত্রকে বহিস্কার

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২০ ০৬:৫৮; আপডেট: ৩১ অক্টোবর ২০২০ ০৬:৫৯

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবীকে (সা.) কটূক্তি করায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) এক ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
একই সঙ্গে কেন তাকে স্থায়ী বহিষ্কার করা হবে না ১৫ দিনের মধ্যে জানাতে তাকে শোকজ করা হয়েছে।
সাময়িক বহিষ্কৃত রায়হান রোমান চুয়েটের কম্পিউটার প্রকৌশল বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
শুক্রবার চুয়েটের একাডেমিক কাউন্সিলের ১২২তম জরুরি সভায় বিষয়টি অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন চুয়েটের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ রফিকুল আলম।
ক্যাম্পাস সুত্র জানায়, গত সপ্তাহে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ফেসবুকে একাধিক পোস্ট দেন রায়হান রোমান। এতে মহানবীর অবমাননার পাশাপাশি ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করেন চুয়েটের সাবেক ও বর্তমান কয়েকজন শিক্ষার্থী।
বিষয়টি নিয়ে বৃহস্পতিবার বৈঠকে বসে চুয়েটের স্টুডেন্ট ডিসিপ্লিনারি কমিটি। সভায় শিক্ষার্থী রায়হানকে সাময়িক বহিষ্কারের জন্য সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত হয়।
চুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. ফারুক-উজ-জামান চৌধুরী সাংবাদিকদের বলেন, মহানবী (সা.) সম্পর্কে অবমাননাকর লেখা ফেসবুকে পোস্ট করার অভিযোগে রায়হান রোমানকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই ছাত্রের জবাবের ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

তথ্যসূত্র ও ছবি: দৈনিক ইনকিলাব, চট্টগ্রাম ব্যুরো । প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০২০, ৮:৩৬ পিএম।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top