রাবি'র সাবেক উপাচার্য ড. আলতাফ হোসেন এর মৃত্যুতে শোক প্রকাশ

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২০ ০৩:২৭; আপডেট: ১৫ মে ২০২৪ ০১:৫৭

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক উপাচার্য ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রাণিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. মো. আলতাফ হোসেন (৭৫) এর মৃত্যুতে শোক প্রকাশ করে যৌথ বিবৃতি প্রদান করেছেন, সিনেট ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক তাসনিম আলম, সিনেট সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম ও সাবেক সিন্ডিকেট সদস্য অধ্যক্ষ সিদ্দিক হোসাইন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তারা যৌথ বিবৃতিতে বলেন, প্রফেসর আলতাফ হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১৯তম উপাচার্য ছিলেন। বিশিষ্ট এই শিক্ষাবিদ দক্ষতা ও সুনামের সাথে ২০০৫-০৮ সাল পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন। শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি তিনি পদ্মা নদীতে ঘড়িয়াল প্রজাতি সংরক্ষণের অন্যতম একজন গবেষক ছিলেন। তাঁর মৃত্যুতে জাতি একজন নীতি-আদর্শবাদ শিক্ষাবিদকে হারালো।

বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

কাফি/০১



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top