ঢাবি শিক্ষার্থীর ধর্ষণ মামলায় কারাগারে ছাত্র অধিকার পরিষদের নাজমুল
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১০ নভেম্বর ২০২০ ০২:১৬; আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ০৫:০০
-2020-11-09-20-15-53.jpg)
ডাকসু ভিপি নুরুল হক নুর সহ ছয় জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে ঢাবি ছাত্রীর করা মামলায় ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগকে কারাগারে পাঠিয়েছে আদালত।
সোমবার (০৯ নভেম্বর) ধর্ষণ ও ধর্ষণের সহযোগিতার অভিযোগ এবং ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় রিমান্ড শেষে এই নির্দেশ দেন আদালত।
মামলাটির তদন্ত কর্মকর্তা কোতয়ালী জোনাল টিমের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ওয়াহিদুজ্জামান তিন দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করলে আদালত এই নির্দেশ দেন।
আসামীর করা জামিন আবেদন নামঞ্জুর করে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম এই আদেশ দেন।
বিবাদীপক্ষে জামিন আবেদন করেন আসামিপক্ষে আইনজীবী এবিএম রুহুল আমিন।
প্রসঙ্গত, গত ২১ সেপ্টেম্বর ডাকসু ভিপি সহ ছয়জনকে বিবাদী করে কোতয়ালী থানায় মামলা দায়ের করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ওই শিক্ষার্থী।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: