ট্রান্সজেন্ডার-হিজড়া কোটায় ভর্তি বিভ্রান্তি নিরসনে ঢাবির বিবৃতি

রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২৪ ০৯:৫৬; আপডেট: ১৮ মে ২০২৪ ২২:৪০

ছবি: সংগৃহীত

স্নাতক পর্যায়ে ট্রান্সজেন্ডার বা হিজড়া কোটায় ভর্তির বিষয়ে বিভ্রান্তি নিরসনে বিবৃতি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে ঢাবি জানায়, কিছু শিক্ষার্থীর গত ২১ ডিসেম্বরের পত্রের পরিপ্রেক্ষিতে স্নাতক পর্যায়ে ট্রান্সজেন্ডার বা হিজড়া কোটায় ভর্তি নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

এ বিভ্রান্তি নিরসনে জানানো হচ্ছে যে, ২০২২-২৩ সেশন থেকে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ঢাবিতে স্নাতক প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে ট্রান্সজেন্ডার বা হিজড়া কোটা প্রচলন করা হয়।

কেবল জন্মগতভাবে লিঙ্গ বৈচিত্র্যের অধিকারীরাই ট্রান্সজেন্ডার বা হিজড়া কোটায় ভর্তির আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে কোটা শনাক্তকরণে সরকারের সমাজসেবা অধিদপ্তরের দেওয়া হিজড়া পরিচয়পত্র অবশ্যই দাখিল করতে হবে।




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top