নওগাঁয় ৫৭ দাখিল পরীক্ষার্থীই ভুয়া, কেন্দ্রসচিবসহ সবাই আটক

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:০৫; আপডেট: ১৮ জানুয়ারী ২০২৫ ১৩:৪০

ছবি: সংগৃহীত

নওগাঁর সাপাহারে সরবতুল্লাহ মাদরাসা পরীক্ষাকেন্দ্র থেকে ৫৭ জন ভুয়া পরীক্ষার্থীসহ কেন্দ্রসচিবকে আটক করেছেন প্রশাসন।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে পরীক্ষা চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ওই কেন্দ্রে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন) মাসুদ হোসেন।

নওগাঁর জেলা প্রশাসক গোলাম মওলা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সরবতুল্লাহ মাদরাসা পরীক্ষাকেন্দ্র থেকে কেন্দ্রসচিবসহ ৫৮ জনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্তে মাঠে নেমেছে প্রশাসন। এ ঘটনার সঙ্গে যারাই জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top