রাবিতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের ইফতার অনুষ্ঠিত

রাবি প্রতিনিধি: | প্রকাশিত: ২৮ মার্চ ২০২৪ ০৪:০৭; আপডেট: ৫ ডিসেম্বর ২০২৪ ১৭:২২

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ মার্চ) বিশ্ববিদ্যালয় সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনের ফোকলোর গ্যালারিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ফোরামের সভাপতি প্রফেসর ড. আব্দুল আলিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পদার্থবিজ্ঞানী, আই আই ইউ সি এর সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আজহারুল ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলর প্রফেসর এম রফিকুল ইসলাম।

এতে রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ আমীরুল ইসলাম এর সঞ্চালনায় বক্তারা বলেন, বর্তমান ফ্যাসিবাদী শাসনের ফলে স্মরণ কালের সবচেয়ে ব্যয় বহুল রমজান পালন করতে বাধ্য হয়েছেন এদেশের মানুষ। দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধির কারণে মানুষের জীবনধারণ দুঃসাধ্য হয়ে উঠেছে। অবৈধ শাসকচক্রের প্রচ্ছন্ন আস্কারায় মুসলিম প্রধান এ দেশে ইফতার মাহফিল আয়োজন বন্ধ করার মতো সিদ্ধান্ত, ইফতার মাহফিলে হামলা, কুরআন তেলাওয়াতে বাধা প্রদানের ঘটনার মাধ্যমে প্রমাণ হয়েছে, এ সরকার গণবিরোধী এবং আধিপত্যবাদী অপশক্তির তাবেদার।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, রাবি জিয়া পরিষদের সভাপতি প্রফেসর ড. এনামুল হক, ফোরামের সাবেক সভাপতি প্রফেসর ড. এফ. নজরুল ইসলাম ও প্রফেসর ড. হাবীবুর রহমান, কলা অনুষদের সাবেক ডীন প্রফেসর ড. ফজলুল হক, বিজ্ঞান অনুষদের সাবেক ডীন প্রফেসর ড. সাহেদ জামান, ফোরামের সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর ড. মামুনুর রশীদ এবং ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রফেসর ড.রেজাউল ইসলাম-২ প্রমূখ।

অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং রাবি শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীসহ প্রায় দুই শতাধিক উপস্থিত ছিলেন।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top