রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের কোষাধ্যক্ষ নিয়োগ
রাবি প্রতিনিধি | প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪৭; আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৫২

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন আরবী বিভাগের প্রফেসর ড. মো. সেতাউর রহমান। উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) এই নিয়োগ দেন।
রোববার (২৯ সেপ্টেম্বর) রাবি জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ড. সেতাউর রহমান আরবী বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০০৬ সালে প্রভাষক হিসেবে আরবী বিভাগে যোগ দেন ও ২০১৮ সালে প্রফেসর পদে উন্নীত হন। এর আগে তিনি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে রাজশাহী নিউ গভর্মেন্ট ডিগ্রি কলেজে শিক্ষকতা করেন। ২০১১ সালে তিনি রাবি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
তাঁর প্রায় ২০টি প্রবন্ধ দেশ-বিদেশে বিভিন্ন জার্নালে ও ২টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। তিনি ৭টি এমফিল ও পিএইচডি গবেষণা তত্ত্বাবধান করেছেন। বর্তমানে ৩ জন গবেষক তাঁর তত্ত্বাবধানে কাজ করছেন।
আপনার মূল্যবান মতামত দিন: