রুয়েটে নানারঙে নববর্ষ বরণ
রুয়েট প্রতিনিধি | প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৫ ১৮:৫৬; আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ২১:৩১

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ আজ সোমবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে নানা বর্ণিল আয়োজন। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবার-পরিজনের অংশগ্রহণে রুয়েট ক্যাম্পাস পরিণত হয় উৎসবের রঙে।
সকাল ৯টায় প্রশাসনিক ভবনের সামনে চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে শুরু হয় দিবসের কর্মসূচি। প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।
পরে সকাল ১০:৩০টায় উপাচার্যের নেতৃত্বে বের হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, যা পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে শেষ হয় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে। শোভাযাত্রা শেষে সেখানে অনুষ্ঠিত হয় বিভিন্ন গ্রামীণ খেলাধুলা। খেলাগুলোর উদ্বোধন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপাচার্য।
দুপুরে শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে সভাপতিত্ব করেন ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক ও নববর্ষ উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।
এছাড়া আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আরিফ আহম্মদ চৌধুরী, বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা।
নববর্ষ উপলক্ষে সারা রুয়েট ক্যাম্পাসজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। এ সময় উপাচার্য রুয়েট পরিবারের সকল সদস্যকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।
আপনার মূল্যবান মতামত দিন: