৫ ফিলিস্তিনি বন্দী ও ৪৫ জনের লাশ ফেরত দিলো ইসরাইল
রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৫ ০৯:৪৯; আপডেট: ৪ নভেম্বর ২০২৫ ১৫:৪০
                                ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাথে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরাইল পাঁচজন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে। যা গাজার পরিবারগুলোর জন্য এক বিরল স্বস্তির মুহূর্ত।
সোমবার (৩ অক্টোবর) সন্ধ্যায় মুক্তিপ্রাপ্ত পাঁচ ফিলিস্তিনি বন্দীকে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য দেইর আল-বালাহর আল-আকসা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এ সময় বন্দীদের পরিবারের সদস্যরা হাসপাতালে জড়ো হয়েছিল। কেউ কেউ মুক্তিপ্রাপ্ত বন্দীদের আলিঙ্গন করছিল, আবার কেউ কেউ উদ্বিগ্নভাবে নিখোঁজ পরিবারের সদস্যদের সম্পর্কে তথ্য খুঁজছিল।
আল জাজিরা বলছে, যুদ্ধবিরতির পর এই প্রথম ইসরাইলি বাহিনী অজ্ঞাত ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিয়েছে। তবে হাজার হাজার ফিলিস্তিনি এখনো ইসরাইলে বন্দী রয়েছে। তাদের অনেককে কোনো অভিযোগ ছাড়াই আটক রাখা হয়েছে। মানবাধিকার গোষ্ঠীগুলো বলেছে, ইসরাইল তাদের বিনাবিচারে আটকে রেখেছে।
সোমবার দিনের শুরুতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি)-এর মাধ্যমে ইসরাইল থেকে ৪৫ জন ফিলিস্তিনির লাশ ফেরত পেয়েছে। যার ফলে যুদ্ধবিরতি চুক্তির অধীনে মোট ২৭০ জনের লাশ হস্তান্তর করা হয়েছে।
মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ফরেনসিক দল এখন পর্যন্ত ৭৮টি লাশ শনাক্ত করেছে। লাশগুলো পরিবারের কাছে ফেরত দেয়ার আগে ‘অনুমোদিত চিকিৎসা পদ্ধতি ও প্রোটোকল অনুসারে’ তাদের পরীক্ষা চালিয়ে যাবে।
এর আগে, কর্মকর্তারা জানিয়েছিলেন, ফেরত পাঠানো অনেক লাশের গায়ে নির্যাতনের প্রমাণ রয়েছে। কোনো কোনো লাশের হাত বাঁধা, চোখ বেঁধে রাখা ছিল অথবা মুখের আকৃতি বিকৃত ছিল। লাশগুলো শনাক্তকরণ ট্যাগ ছাড়াই ফিরিয়ে দেয়া হয়েছিল।
এই হস্তান্তর যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ের অংশ। যা তুরস্ক, মিসর ও কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ অক্টোবর থেকে কার্যকর হয়েছে। চুক্তির প্রথম পর্যায়ের অংশ অনুযায়ী, ইসরাইলি পণবন্দীদের বিনিময়ে ফিলিস্তিনি বন্দী এবং লাশ হস্তান্তরের কথা রয়েছে।
এদিকে যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি বাহিনী গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। নাসের মেডিক্যাল কমপ্লেক্সের একটি সূত্র আল জাজিরা আরবিকে জানিয়েছে, সোমবার দক্ষিণ গাজার রাফাহের উত্তরে ইসরাইলি বাহিনীর গুলিতে তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইসরাইলি সেনাবাহিনীর দাবি, নিহত ব্যক্তিরা ইসরাইলের নিয়ন্ত্রিত এলাকা ‘হলুদ রেখা’ অতিক্রম করেছে। একে তারা যুদ্ধবিরতি লঙ্ঘন বলে অভিহিত করেছে।

                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: