সিরিয়া থেকে ২৫০টি ছাগল চুরি করলো ইসরায়েলি সেনারা
রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০২৬ ২২:১১; আপডেট: ১৭ জানুয়ারী ২০২৬ ০১:১৯
সিরিয়ার গোলান উপত্যকা থেকে প্রায় ২৫০টি ছাগল চুরি করে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে নিয়ে গেছে দখলদার ইসরায়েলের সেনারা। এ ঘটনায় ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) চুরির বিষয়টি স্বীকার করেছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল শুক্রবার (১৬ জানুয়ারি) জানায়, প্রায় দুই সপ্তাহ আগে সেনাবাহিনীর একটি ব্যাটালিয়নের সদস্যরা এই ছাগলগুলো চুরি করেন।
প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত সেনারা তখন সিরিয়ার গোলান উপত্যকায় মোতায়েন ছিলেন। ২০২৪ সালের ডিসেম্বরে সাবেক সিরীয় প্রেসিডেন্ট বাসার আল-আসাদের পতনের পর ইসরায়েলি সেনারা গোলান উপত্যকার একটি বড় অংশ দখলে নেয়।
অপর ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, গোলান ব্রিগেডের সেনারা মাঠে চরতে থাকা প্রায় ২৫০টি ছাগল দেখতে পান, যা ছিল সিরীয় খামারিদের মালিকানাধীন। এরপর তারা ছাগলগুলো ধরে পশ্চিমতীরে নিয়ে যায়।
প্রতিবেদন অনুযায়ী, পশ্চিমতীরে আগে থেকেই ট্রাক প্রস্তুত রাখা ছিল। ছাগলগুলো ট্রাকে তুলে পরে অবৈধ ইসরায়েলি বসতিস্থাপনকারীদের কাছে পাঠানো হয়।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে চুরির বিষয়টি স্বীকার করে জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। স্কোয়াড কমান্ডারকে বরখাস্ত করা হয়েছে, কোম্পানি কমান্ডারকে তিরস্কার এবং চুরির সঙ্গে জড়িত অন্যান্য সেনাদের বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে।
চুরির বিষয়টি পরদিন সকালে ধরা পড়ে। ওই সময় সিরীয় কৃষকরা রাস্তার পাশে কিছু ছাগল ঘোরাফেরা করতে দেখে সিরিয়ার সেনাবাহিনীকে বিষয়টি জানান।
টাইমস অব ইসরায়েল জানিয়েছে, চুরি হওয়া ছাগলের এখনো সন্ধান চলছে। এর মধ্যে প্রায় ২০০টি ছাগল এখনও ইসরায়েলের ভেতরে রয়েছে, আর কিছু ছাগল সিরিয়ার ভূখণ্ডে ছড়িয়ে-ছিটিয়ে আছে।

আপনার মূল্যবান মতামত দিন: