ইবির চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি জায়েদ, সম্পাদক নয়ন
ইবি প্রতিনিধি: | প্রকাশিত: ১০ জুলাই ২০২৫ ২১:৩৯; আপডেট: ১১ জুলাই ২০২৫ ০৪:১১

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির ২০২৪-২০২৫ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬নং কক্ষে উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ নাছির উদ্দিন (আজহারী) এ কমিটির অনুমোদন দেন।
এতে সভাপতি হিসেবে মার্কেটিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের জায়েদ হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের নয়ন দাশ ।
আব্দুল্লাহ আল নোমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. নাছির উদ্দিন (আজহারী)।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, ইকবাল হোসেন, আসিফ মাহমুদ, আজিম উদ্দিন, জাহেদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নেমান, মুহাম্মদ রাকায়েত হাসান, ফরহাদুল ইসলাম, সৌকত আলম তালুকদার ইমন, সাংগঠনিক সম্পাদক নায়েজ মুহাম্মদ জিসান,শামীম উদ্দিন রিয়াদ, ইফতেহার উদ্দিন,অর্থ সম্পাদক রিয়াজ উদ্দিন, সহ-অর্থ সম্পাদক মোস্তাফিজর রহমান মুহিম, দপ্তর সম্পাদক রায়হান নিজামী,উপ-দপ্তর সম্পাদক সৈয়দ সাজিদ হোসেন, তথ্য ও প্রচার সম্পাদক আদিল মুহাম্মদ তাসিফ, উপ-প্রচার সম্পাদক আপনান মোস্তাফিজ, আইটি বিষয়ক সম্পাদক আসিফ উদ্দিন মিরাজ, শিক্ষা সম্পাদক জাহেদুল ইসলাম, সহ-শিক্ষা সম্পাদকশেখ রাসেল, আইন বিষয়ক সম্পাদক জাহেদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মো:আব্দুল হান্নান আকিব, সংস্কৃতিক সম্পাদক দানিয়েল রহমান আলিফ, ছাত্রকল্যাণ সম্পাদক মেহরাজ বিন আলমসহ ছাত্রকল্যাণ সম্পাদক মু: তাকবির হাসান হৃদয় ছাত্রী বিষয়ক সম্পাদক উম্মে ফজল, চৌধুরী পূর্ণা বড়ুয়া, ধর্ম বিষয়ক সম্পাদক আজিজুল হক , পরিকল্পনা বিষয়ক সম্পাদক মিনহাজুর রহমান, কার্যনির্বাহী সদস্য সম্রাট জিসান, ফাহিম, সায়েম শরীফ, রিয়াজ, ওয়াহিদ, আবু বক্কর, গোবিন্দ, জয়দাশ, মারুফ, তাহমিদ হাসান, আব্দুল্লাহ, মোরশেদা মিমি, রাফি।
নবনির্বাচিত সভাপতি জায়েদ হোসেন বলেন, ছাত্রদের সার্বিক কল্যাণে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা একটি শক্তিশালী এলামনাই সংগঠন গঠন করবো, যাতে প্রাক্তন ও বর্তমান সদস্যদের মধ্যে একটি দৃঢ় বন্ধন গড়ে ওঠে।
চট্টগ্রামের গৌরবময় ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে একটি বিশেষ ম্যাগাজিন প্রকাশের উদ্যোগ নেওয়া হবে।নতুন কমিটির নেতৃবৃন্দ সকলের সহযোগিতা কামনা করেছেন, যেন ভবিষ্যতে ছাত্রকল্যাণে আরও কার্যকরী ভূমিকা রাখা সম্ভব হয়।
আপনার মূল্যবান মতামত দিন: