জুলাই বিপ্লবকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে প্রশাসন-ইবি শিবির সভাপতি
ইবি প্রতিনিধি: | প্রকাশিত: ২ আগস্ট ২০২৫ ১৭:৫১; আপডেট: ২ আগস্ট ২০২৫ ১৯:৫০

ইসলামী বিশ্ববিদ্যালয় ( ইবি ) শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান, জুলাই বিপ্লবের মধ্যে একটি রেজিমের পতন হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উল্লেখযোগ্য কোন সংস্কার আমাদের চোখে পড়ে নাই।
জুলাই বিপ্লবের পর আমাদের আর নিরাপত্তাহীনতায় ভুগতে হবে না, আমরা কথা বলার অধিকার পাব, শিক্ষার্থীরা সনদ তুলতে গিয়ে ভোগান্তির শিকার হবে না, নাপা কেন্দ্র খ্যাত চিকিৎসা কেন্দ্রকে সংস্কার করা হবে,ভেবেছিলাম ওয়ালিউল্লাহ মুকাদ্দাস ভাইকে ফেরত দেওয়া হবে। কিন্তু প্রশাসন এখন পর্যন্ত দৃশ্যমান কোন পদক্ষেপও গ্রহণ করে নাই। প্রশাসন এর মধ্য দিয়ে জুলাই বিপ্লবকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে।’
শনিবার (২ আগস্ট) বিকাল সাড়ে ৩টায় নিরাপদ ক্যাম্পাশ নিশ্চিতকরণ,সাজিদ আব্দুল্লাহর রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত এবং জুলাই বিপ্লবের আলোকে ক্যাম্পাস সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ কথা বলেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান।
তিনি আরো বলেন, ক্যাম্পাস কতটা অনিরাপদ হলে শিক্ষার্থীর লাশ পুকুরে পাওয়া যায় এবং যার কোন সিসিটিভি ফুটেজ বা কোন নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত এখন পর্যন্ত প্রশাসন দিতে পারে নাই। আমরা কীভাবে বলব ক্যাম্পাস শিক্ষার্থীদের জন্য নিরাপদ?
প্রশাসন হয়ত ভাবছে শিক্ষার্থীদের জন্য অনেক কাজ করে ফেলেছে। কিন্তু আপনাদের যদি কোন ইন্টিলিজেন্স থাকে তাহলে শিক্ষার্থীদের মধ্যে জরিপ করে দেখবেন, আপনারা পাশ মার্ক পাবেন না। আমরা বলতেই পারি এই প্রশাসন ব্যর্থ হয়েছে।
এখনো সময় আছে, বিশ্ববিদ্যালয় নিয়ে ভাবুন, ক্যাম্পাস সংস্কারে কাজ করুন। যদি তা না করেন তাহলে আমরা আসসালামু আলাইকুম বলতে বাধ্য হব। শিক্ষার্থীদের স্বার্থ বিসর্জন দিয়ে প্রশাসনকে কোন সহযোগিতা হতে পারে না।’
মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।এ সময় তারা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’; ‘যদি না হয় সংস্কার, এই প্রশাসন কি দরকার’; ‘পুকুরে লাশ কেন, প্রশাসন জবাব চাই’; ‘সাজিদ হত্যার তদন্ত, করতে হবে করতে হবে’; ‘অনলাইন পেমেন্ট চালু কর, ভোগান্তি দূর কর’; ‘কর্মকর্তা জমিদার, লাঞ্চ করতে দিন পার’, ‘ইবিতে ছাত্রসংসদ, চালু কর করতে হবে’, ‘ইকসু নিয়ে টালবাহানা, আর না আর না’ ইত্যাদি স্লোগান দেন।
আপনার মূল্যবান মতামত দিন: