রাজশাহীতে নারী সাংবাদিকদের ডিজিটাল ও শারীরিক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ

নাদিয়া হক, রাজশাহী: | প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৫ ২২:৫৮; আপডেট: ১৯ আগস্ট ২০২৫ ২৩:০৮

- ছবি - ইন্টারনেট

রাজশাহীতে নারী সাংবাদিকদের নিয়ে তিন দিনব্যাপী ডিজিটাল ও শারীরিক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউনেস্কো-আইপিডিসির সহায়তায় নিউজ নেটওয়ার্ক এই কর্মসূচির আয়োজন করেছে।

গতকাল সোমবার (১৮ আগস্ট) সকাল থেকে রাজশাহীর কাজীহাটা এলাকায় এনজিও ফোরামের সম্মেলন কক্ষে এ কর্মশালা শুরু হয়। কর্মশালা শেষ হবে আগামী বুধবার (২০ আগস্ট)। সোমবার কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার।

এ সময় নিউজ নেটওয়ার্কের সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শহীদুজ্জামান, নিউজ নেটওয়ার্কের প্রোগ্রাম বিশেষজ্ঞ রেজাউল করিম এবং রাজশাহীর জ্যেষ্ঠ সাংবাদিক আবুল কালাম মুহম্মদ আজাদ উপস্থিত ছিলেন।

দিনভর সেশান পরিচালনা করেন জ্যেষ্ঠ সাংবাদিক ও নিউজ নেটওয়ার্কের প্রশিক্ষণ সমন্বয়কারী প্রশিক্ষক জিয়াউর রহমান।

প্রথম দিন সাংবাদিকতার নীতিশাস্ত্র, মানসম্মত প্রতিবেদন তৈরি, নারী সাংবাদিকদের শারীরিক নিরাপত্তা, ঝুঁকি মূল্যায়ন ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা হয়। শেষে অংশগ্রহণকারীদের দুটি দলে ভাগ করে দলগত কাজে সারাদিনের কর্মশালার মূল্যায়ণ করা হয়।

দ্বিতীয় দিন বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্যের প্রচার সম্পর্কে ধারণা, গণমাধ্যমের সাথে জড়িত আইনসমূহ, লিঙ্গো সমতা এছাড়া সাংবাদিকদের ডিজিটাল নিরাপত্তা বিষয়ক বিস্তর আলোচনা করে দলগত কাজ করানো হয়।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top