রাবি স্কুলের শিক্ষকদের বৈষম্য দূরীকরণের দাবী
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৫ ২৩:২৫; আপডেট: ২৪ আগস্ট ২০২৫ ২৩:৩২

রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলের শিক্ষকদের পদোন্নতি ও আপগ্রেডেশনে বৈষম্য দূরীকরণের দাবিতে উপাচার্য বরাবর স্মারক লিপি প্রদান করেছেন রাবি স্কুলের সকল শিক্ষকবৃন্দ। আজ রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষ থেকে এ স্মারকলিপী প্রদান করা হয়।
এতে উলে।লখ করা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলের শিক্ষকগণের বিদ্যমান ‘আপগ্রেডেশন নীতিমালা-২০১২’ বাস্তবায়নের সূচনা হলেও সর্বশেষ ২০১৫ সালের পে-স্কেল প্রকাশ হওয়ার পর তা সমন্বয় না হওয়ায় গত এক দশক ধরে শিক্ষকগণ বৈষম্যের শিকার হয়ে আসছে। বৈষম্য দূর করার উদ্দেশ্যে ২০১৮ ও ২০২১ সালে সিন্ডিকেট থেকে কমিটি গঠন করা হয়। উল্লেখ্য, ২০১৮ সালে গঠিত কমিটির কাজ শেষ হওয়ার আগেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের মেয়াদ শেষ হলে উক্ত কমিটি অকার্যকর হয়ে পড়ে। ২০২১ সালে সিন্ডিকেট থেকে গঠিত কমিটি একটি নীতিমালা সুপারিশ করে যা বিওজি পাশ হয়ে ১৩/০৪/২০২৩ তারিখের ৫২১তম সিন্ডিকেটে উপস্থাপিত হলে পুনরায় একটি রিভিউ কমিটি গঠিত হয়। উক্ত রিভিউ কমিটি একটি প্রতিবেদন এবং সুপারিশ করে। কিন্তু সুপারিশের আলোকে আপগ্রেডেশন নীতিমালা বাস্তবায়ন হওয়ার আগেই সরকার পরিবর্তনের সাথে সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিবর্তন হলে উক্ত কমিটি অকার্যকর হয়ে যায়।
বিদ্যমান সমস্যা সমাধানে বর্তমান প্রশাসন দায়িত্ব গ্রহণের পর ২০২৪ সালের অক্টোবর মাসে আইইআর পরিচালক বরাবর আবেদন করা হয়। কিন্তু কিছুদিন পর আবেদনপত্রটি খুঁজে পাওয়া যায়নি। এরপর গত ১৪/০১/২০২৫ তারিখে এ বিষয়ে মাননীয় উপাচার্যের সাথে রাবি স্কুলের শিক্ষকগণ সাক্ষাৎ করলে তাঁর পরামর্শে ১৯/০১/২০২৫ তারিখে মাননীয় উপাচার্যের সমীপে আবেদন করা হয়। ২৩/০১/২০২৫ তারিখে মাননীয় উপাচার্যের স্বাক্ষরে আবেদনপত্রটি রেজিস্ট্রার দপ্তরে প্রেরিত হয়। পরবর্তীতে রেজিস্ট্রার দপ্তরে খোঁজ নিয়ে উক্ত আবেদনের হদিস পাওয়া যায়নি। এরপর রাবি স্কুলের শিক্ষকগণ মাননীয় উপাচার্যের সাথে পুনরায় সাক্ষাৎ করলে তিনি গত ১৪/০৫/২০২৫ তারিখে তাৎক্ষণিক একটি কমিটি গঠন করে দেন। গত ২৯/০৫/২০২৫ তারিখে উপাচার্য দপ্তর কমিটির চিঠি রেজিস্ট্রার দপ্তরে প্রেরণ করে। কিন্তু আবার ঐ নথি রেজিস্ট্রার দপ্তর হতে গায়েব হয়ে যায়। কমিটিকে কোনো চিঠি না দেওয়ায় পুনরায় গত ১৩/০৭/২০২৫ তারিখে উপাচার্যের অফিসে রাবি স্কুল শিক্ষকগণ এ বিষয়ে সাক্ষাৎ করেন। মাননীয় উপাচার্য রেজিস্ট্রার মহোদয়কে ডেকে অতি সত্বর কমিটিকে চিঠি দেওয়ার জন্য বলেন। এ বিষয়ে রেজিস্ট্রার মহোদয়ের সাথে সাক্ষাতের জন্য সরাসরি ও ফোনে বহুবার যোগাযোগের চেষ্টা করে সাক্ষাৎ পাওয়া যায়নি।
অদ্যাবধি আনুষ্ঠানিকভাবে গঠিত কমিটি কোনো চিঠি পায়নি যা অত্যন্ত দুঃখজনক ও বিস্ময়কর ব্যাপার। বিষয়টি নিয়ে রাবি স্কুলের শিক্ষকগণ মর্মাহত ও ক্ষুব্ধ। বিগত প্রশাসন দ্বারা রাবি স্কুলের শিক্ষকগণ বৈষম্যের শিকার হয়েছেন। কিন্তু এই বৈষম্য নিরসনে বর্তমান প্রশাসনের কোনো কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয়। কাজেই এই বিষয়টি দ্রুত সমাধান করা প্রয়োজন।
রাবি স্কুলের শিক্ষকগণ আশা করেন আগামী ১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে রাবি প্রশাসন এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিবেন। যদি এই সময়ের মধ্যে বিরাজমান বৈষম্য দূরীকরণে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ গ্রহণ করা না হয় তাহলে রাবি স্কুলের শিক্ষকগণ ন্যায্য দাবি আদায়ে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।
আপনার মূল্যবান মতামত দিন: