রাবিতে পোষ্যকোটা পুনর্বহালের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ
রাবি প্রতিনিধি: | প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ২২:৩৯; আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৪

শর্ত সাপেক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্যকোটা পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে এক জরুরি একাডেমিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে পোষ্য কোটা পুনর্বহালের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাজানির পর থেকেই এর প্রতিবাদে ক্যাম্পাস আন্দোলনের ডাক দিয়েছে ছাত্রশিবির, সমন্বয়কসহ সাধারণ শিক্ষার্থীরা।
এ বিষয়ে রাকসুর জিএস পদপ্রার্থী ফাহিম রেজা বলেন, ‘পোষ্যকোটার মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে একটি পারিবারিক বিশ্ববিদ্যালয় রূপান্তরিত করা হয়েছিল। রাকসু কে জিম্মি করে পোষ্যকোটা নামক অন্যায্য জিনিসকে তারা ফিরিয়ে আনার চেষ্টা করছে। অর্থাৎ পুরাতন মদ তারা নতুন মোড়কে ফিরিয়ে আনার চেষ্টা করছে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি এবং রাকসুর ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘পোষ্যকোটা একটা মীমাংসিত ইস্যু থাকা সত্ত্বেও আবার তা পুনর্বহাল করা হয়েছে এবং এটা প্রশাসনের মাধ্যমেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৫ তারিখ রাকসু নির্বাচন, এই মুহূর্তে এই সিদ্ধান্ত নিয়ে শিক্ষক এবং শিক্ষার্থীদেরকে একটা দ্বিমুখী অবস্থায় নিয়ে আসা হচ্ছে।
এর আগে, পোষ্যকোটা পুনর্বহালসহ ৩ দফা দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা। আজকের মধ্যে দাবি বাস্তবায়িত না হলে ২১ তারিখ হতে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়েছিলেন তারা। এরই প্রেক্ষিতে আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের একটি বৈঠকে এই পোষ্যকোটা পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়।
আপনার মূল্যবান মতামত দিন: