রাবিতে শিক্ষক-কর্মকর্তাদের সর্বাত্মক কর্মসূচি প্রত্যাহার

রাবি প্রতিনিধি: | প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ২৩:০৮; আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ০১:০৯

- ছবি - ইন্টারনেট

আসন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচনের জন্য শিক্ষক-কর্মকর্তারা রোববার থেকে পূর্ণদিবসের সর্বাত্মক কর্মসূচিটি প্রত্যাহার করে নিয়েছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. আব্দুল আলীম।

তিনি বলেন, আমরা শিক্ষক-কর্মকর্তারা রাকসু নির্বাচনের জন্য সর্বাত্মক কর্মবিরতি প্রত্যাহার করেছি। আগামী রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা যথাযথ নিয়মে চলবে। আমাদের প্রাতিষ্ঠানিক সুবিধা জন্য নয় বরং রাকসু নির্বাচনের জন্য কর্মসূচি থেকে বিরত থাকছি।

উল্লেখ্য, গত বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিকট প্রাতিষ্ঠানিক সুবিধার কার্যক্রম নিয়ে তিন দফা দাবি জানান শিক্ষক-কর্মকর্তারা। আজ (বৃহস্পতিবারের) মধ্যে দাবিগুলো মানা না হলে আগামী রবিবার থেকে পূর্ণদিবস কর্মসূচি পালন করার কথা ছিল ।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top