৮০ শতাংশ ভোট কাস্টের আশা শিক্ষার্থী ও প্রার্থীদের

রাবি প্রতিনিধি: | প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৫ ১৬:৩৯; আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ ১৬:৫৪

- ছবি - ইন্টারনেট

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন (রাকসু) নির্বাচনে ৮০ শতাংশ ভোট কাস্ট হতে পারে এমন আশা প্রকাশ করছেন শিক্ষার্থী ও বিভিন্ন পদের প্রার্থীরা।

আগামী ১৬ অক্টোবর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। ক্যাম্পাসের আবাসিক হল, একাডেমিক ভবন ও বিভিন্ন সংগঠনের দপ্তরজুড়ে চলছে ব্যানার, পোস্টার ও লিফলেট বিতরণ। শেষ দিনের প্রচারণায় প্রার্থী ও শিক্ষার্থীরা ৮০ শতাংশ ভোটে ধারণা করছেন।

৮০ শতাংশ ভোটের আশা প্রকাশ করে সম্মিলিত শিক্ষার্থী জোটের জি এস পদপ্রার্থী ফাহিম রেজা বলেন, আমরা ক্যাম্পাসে একধরনের উৎসব দেখতে পাচ্ছি এবং শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক সারা দেখতে পাচ্ছি। আমরা মনে করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় এবারের রেকর্ড সংখ্যক ভোট কাস্ট হতে পারে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় ৮০ শতাংশ ভোট কাজ হতে পারে। আজকে যে ক্যাম্পাসে উৎসব মুখোর পরিবেশ আমরা দেখতে পারছি শিক্ষার্থীরা এর পূর্ণতা ভোটের মাধ্যমে দিবে ইনশাআল্লাহ।

এ বিষয়ে অপ্রতিরোধ্য ঐক্য জোটের এজিএস পদপ্রার্থী সালাউদ্দীন আম্মার বলেন, নির্বাচনটাকে আমরা উৎসব হিসেবে দেখছি এবং আচ্ছা বিভিন্ন ধরনের সঙ্গতি ও সংগতি থাকে। আমরা চাই কোন ধরনের অসংগতি আর ধরা না পড়ুক। আজকে শেষ দিন সবাই সবার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি সবার কাছে পৌঁছানোর। আমাদের জায়গা থেকে আমরা আশা করছি ৮০% ভোট কাস্ট হবে।

আশা জানিয়ে গণ-যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী পাপিয়া আক্তার বলেন, দেখুন ৩৫ বছর পর রাকসু নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে আমেজ বিরাজ করছে। এখানে আমরা সকলেই নতুন কখনো রাকসু নির্বাচন পাইনি। তাই আমরা অধিক উচ্ছাসিত এবং আশা করছি ৮০ শতাংশ ভোট কাস্ট হতে পারে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top