হলেই থাকবেন জাবির শিক্ষার্থীরা
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২১ ২২:১৭; আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ০৯:১২
-2021-02-23-16-15-45.jpg)
আন্দোলন স্থগিত করা হলেও আবাসিক হলেই থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে, হল ছাড়তে আবারও শিক্ষার্থীদের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর একটায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী নুশিন আদিবা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের অধিকাংশ দাবি মেনে নিয়েছে। এ কারণে আমাদের আন্দোলনের সব কর্মসূচি স্থগিত করছি। তবে, শিক্ষার্থীদের নিরাপত্তা ও ভোগান্তির বিষয়টি বিবেচনা করে আমরা হলে থাকবো।
আন্দোলনকারী শিক্ষার্থী তাবিয়া ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন। আমাদেরকে হলে থাকতে কোনো বাঁধা দিবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছে। তার প্রেক্ষিতে আমরা আন্দোলন সাময়িক স্থগিত করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করলে আমরা আবারও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আন্দোলনে নামবো।
এদিকে, দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ কমিটির মিটিং শেষে আবারও শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ কমিটির সভাপতি অধ্যাপক মোতাহার হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সব প্রভোস্ট হলে চলে গিয়েছেন। তারা শিক্ষার্থীদেরকে বোঝাবেন, যতক্ষণ শিক্ষার্থীরা হল না ছাড়বে ততক্ষণ তারা হলে অবস্থান করবে। আমরা আশাবাদী শিক্ষার্থীরা রাষ্ট্রীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল। তারা রাষ্ট্রীয় আইনের প্রতি শ্রদ্ধা রেখে হল ত্যাগ করবে বলে আশা করছি।
প্রসঙ্গত, গত ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় ক্রিকেট টূর্নামেন্টকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপরে হামলা করে স্থানীয়রা। এ হামলায় অন্তত ৪০ জন শিক্ষার্থী ও ৪ জন স্থানীয় বাসিন্দা আহত হন। এর মধ্যে অন্তত ১১ জন শিক্ষার্থী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এই ঘটনার রেশ ধরে স্থানীয় মেসগুলোতে অবস্থান করতে ‘নিরাপত্তার অভাব’ দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা। তবে সরকারের নির্দেশনা ছাড়া হল খোলা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর পরেই সবগুলো আবাসিক হলের তালা ভেঙ্গে হলে প্রবেশ করেন শিক্ষার্থীরা। তবে পরবর্তীতে আবারও কয়েকটি হলে তালা ঝুলিয়ে দেয় সংশ্লিষ্ট হল প্রশাসন।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: