লেখক মুশতাকের কারাগারে মৃত্যুর ঘটনায় প্রতিবাদমুখর রাবি শিক্ষার্থীরা
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২১ ০০:০৮; আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ০৯:০৯
-2021-02-26-18-08-09.jpg)
ডিজিটাল নিরাপত্তা আইনে আটক হওয়া লেখক মুশতাক আহমেদের কারাগারে মৃত্যুর ঘটনায় প্রতিবাদ প্রকাশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এমন ঘটনায় তারা প্রতিবাদী সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদী এই সমাবেশে শিক্ষক, শিক্ষার্থীরা ‘লেখক মুশতাকের হত্যাকারী রাষ্ট্র’, ‘লেখক মুশতাকের হত্যাকান্ডের বিচার চাই’, ‘কথা বলার অধিকার চাই’, ‘ডিজিটাল নিরাপত্তা আইন মানি না’, প্রভৃতি স্লোগান সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
প্রতিবাদ সমাবেশে বাংলা বিভাগের অধ্যাপক সৌভিক রেজা বলেন, লেখক মুশতাকের এই মৃত্যুর পুরো দায়ভার রাষ্ট্রের। প্রত্যেকটা লাশের হিসাবের জন্য সবাইকে সোচ্চার হতে হবে। জবাবদিহিতার বাইরে যেন কোনো লাশ না থাকে। আমরা এই ডিজিটাল নিরাপত্তা আইন মানি না।
কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক সৌভিক রেজা, নৃবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক বখতিয়ার আহমেদ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, সহকারী অধ্যাপক কাজী মামুন হায়দার, ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক আমিরুল ইসলাম,পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.সালেহ হাসান নকীব, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক মাহমুদ জামাল কাদেরী, শিক্ষার্থী আব্দুল মজিদ অন্তর, আমানউল্লাহ আমান প্রমুখ।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: