জাতীয় চারুকলা প্রদশর্নীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জয়জয়কার
কে এ এম সাকিব, রাবি | প্রকাশিত: ৩০ জুন ২০২১ ২১:২৩; আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১৯:৩৪
 
                                ২৪ তম জাতীয় চারুকলা প্রদর্শনীতে পুরষ্কার জিতে সাড়া ফেলেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষকসহ চার বিজয়ী।
২৭ জুন ২০২১ বেলা সাড়ে ৩টায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রদর্শনীর বিস্তারিত তুলে ধরেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। এবং মঙ্গলবার (২৯ জুন) বিকাল ৪টায় ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
এতে দুটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক। তারা হলেন-
ভাস্কর্যে কনক কুমার পাঠক, প্রাচ্যকলায় সুশান্ত কুমার অধিকারী। তাছাড়া, ভাস্কর্যে ভাষা শহীদ গাজীউল হক সম্মাননা তানভীর আহমেদ জয়। এবং চিত্রকলায় সম্মানসূচক পুরস্কার পেয়েছেন আবু তারেক মো. কাদিমুল ইসলাম যাদু।
উল্লেখ্য, এতে ৭৮৬ জন শিল্পির সংস্রাধিক শিল্পকর্ম জমা পড়ে। শিল্পকর্ম নির্বাচক মন্ডলী বিভিন্ন মাধ্যমে ৩২৩ জন শিল্পির ৩৪৭ টি শিল্পকর্ম নির্বাচনের মাধ্যমে প্রদর্শনীর আয়োজন করে।
এর মধ্যে চিত্রকলার ১৫৭টি, ছাপচিত্র ৫৩টি, আলোকচিত্র ১৭টি, ভাস্কর্য ৪৭টি, প্রাচ্যকলা ১০টি, মৃৎশিল্প সাতটি, কারুশিল্প ২০টি, গ্রাফিক ডিজাইন পাঁচটি, স্থাপনাশিল্প ১৮টি, নিউ মিডিয়া আর্ট সাতটি ও পারফরমেন্স আর্ট রয়েছে ছয়টি।
প্রত্যেক মাধ্যমে একটি করে মোট ১১টি শ্রেষ্ঠ পুরস্কার এবং সব মাধ্যম থেকে ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার-২০২১’ নামে একটি শ্রেষ্ঠ পুরস্কার ঘোষণা করা হয়। এ বছরের নতুন সংযোজন চারজন কিউরেটরের তত্ত্বাবধানে চারটি ভিন্ন মাত্রার আর্ট প্রজেক্ট প্রদর্শনীতে যুক্ত করা হয়।

 
                                                    -2022-12-20-17-46-19.jpg) 
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: