দাখিল-আলিমে কোন বিষয়ে কীভাবে পরীক্ষা

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৫ আগস্ট ২০২১ ০০:১৪; আপডেট: ১৪ মে ২০২৪ ০৬:০০

সংগৃহীত ছবি

২০২১ সালের আলিম পরীক্ষার্থীদের কোন গ্রুপে কোন কোন পরীক্ষা হবে, তাও জানিয়ে দিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। সাধারণ বিভাগের শিক্ষার্থীদের কোরআন মাজিদ, হাদিস ও উসুলুল হাদিস, আল ফিকহ প্রথম ও দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস, বালাগাত ও মানতিক বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞান বিভাগের আলিম পরীক্ষার্থীদের কোরআন মাজিদ, হাদিস ও উসুলুল হাদিস, পদার্থবিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্র, রসায়ন প্রথম ও দ্বিতীয় পত্র পরীক্ষা দিতে হবে। মুজাব্বিদ মাহির বিভাগের শিক্ষার্থীদের কোরআন মাজিদ, হাদিস ও উসুলুল হাদিন, আল ফিকহ প্রথম পত্র, আরবি সাহিত্য, তাজভিদ প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা দিতে হবে।

এ বছরের পরীক্ষার বিষয়ে শিক্ষার্থীদের উদ্বিগ্ন না হতে অনুরোধ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। এ ছাড়া দাখিল ও আলিম পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ডে চতুর্থ বিষয় পরিবর্তন বা সংশোধনের সুযোগ নেই বলেও জানিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top