রাবিতে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

রাবি প্রতিনিধি | প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২২ ০৫:২৩; আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ২১:৫২

দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য র্যালী।

''গুণগত পরিসংখ্যান উন্নত জীবনের সোপান'' এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে।রোববার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমি ভবন থেকে একটি র‍্যালি শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পরিসংখ্যান বিভাগের গ্যালারি কক্ষে এসে এক আলোচনা সভায় সমবেত হয়।

পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো: সাবিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতি করেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো: গোলাম হোসাইন। এসময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও পরিসংখ্যান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এম.এ রাজ্জাক এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: শাহেদ জামান।

প্রধান আলোচকের বক্তৃতায় অধ্যাপক রাজ্জাক বলেন, বর্তমান প্রেক্ষাপটে বহির্বিশ্বের সঙ্গে মানসম্মত তথ্যের আদান-প্রদান নিশ্চিত করে উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে জাতিসংঘ ঘোষিত ‘বিশ্ব পরিসংখ্যান দিবস’ পালিত হয়ে আসছে। পরিসংখ্যান ছাড়া বর্তমান সময়ে চলা অসম্ভব এবং তথ্য-উপাত্তভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পরিসংখ্যান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আরো বলেন, যদি সঠিক ও গুণগত পরিসংখ্যানের ব্যবহার না করা হয় তাহলে বাংলাদেশ তার কাঙ্খিত লক্ষে পৌঁছাতে পারবে না সেই সাথে এসডিজি অর্জনে পরিসংখ্যানের গুরুত্ব উল্লেখ করেন তিনি।

এছাড়াও পরিসংখ্যানের বর্তমান প্রেক্ষাপট, প্রয়োজনীয়তা ও অদূর ভবিষ্যতে এর সম্ভাবনা নিয়ে আলোকপাত করেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. সায়েদুর রহমান, অধ্যাপক ড. আসাদুজ্জামান শাহ, অধ্যাপক ড. নুরুল ইসলাম ও অধ্যাপক ড. রেজাউল করিম।

এসময় বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

 



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top