রাবিতে ভর্তি পরীক্ষার সুযোগ পাচ্ছে ২০১৭ সালে এসএসসি পাসকৃতরা
রাবি প্রতিনিধি | প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২২ ০৫:০২; আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১৯:৩৫
 
                                রাজশাহী বিশ্ববিদ্যালয়েরি ভর্তি পরীক্ষায় বসতে পারার সুযোগ পাচ্ছে ২০১৭ সালে এসএসসি পাসকৃতরা। এর আগে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন না বলে জানানো হলেও সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসএসসি পাসের ক্ষেত্রে কোনো শর্তই রাখছে না প্রশাসন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৩১ মার্চ অনুষ্ঠিত ভর্তি কমিটির সভায় করোনা পরিস্থিতি বিবেচনায় কেবলমাত্র ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ রাখার সিদ্ধান্ত হয়। এ বছর ভর্তি পরীক্ষা তিনটি ইউনিটে (এ, বি ও সি) অনুষ্ঠিত হবে। প্রতি ইউনিটে চার শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতি ইউনিটে পরীক্ষা দিতে পারবেন ৭২ হাজার পরীক্ষার্থী। যেকোন বছর এসএসসি পাসকৃত শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। তবে ওই শিক্ষার্থীকে ২০২০ অথবা ২০২১ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির। তিনি বলেন, আমাদের ভর্তি কমিটির সভায় এসএসসি এবং এইচএসসি’র ‘ইমিডিয়েট’ ব্যাচকে পরীক্ষায় অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হলেও সেটি পরিবর্তন করা হয়েছে। যেকোন সালে এসএসসি পাসকৃতরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। তবে ওই শিক্ষার্থীকে ২০২০ অথবা ২০২১ সালের মধ্যে এইচএসসি পাস করতে হবে।
প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৮ সালে ‘সেকেন্ড টাইম’ ভর্তি পরীক্ষার সুযোগ বন্ধ করা হয়। তবে করোনার কারণে শিক্ষার্থীদের ক্ষতি বিবেচনায় চলতি বছর সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার সুযোগ রাখার আহবান জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিষয়টি নিয়ে সব বিশ্ববিদ্যালয়কে চিঠি পাঠায় ইউজিসি। এর প্রেক্ষিতে এবার শিক্ষার্থীদের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

 
                                                    -2022-12-20-17-46-19.jpg) 
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: