রাজশাহীতে অবরোধের সমর্থনে জামায়াতের মিছিল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৩ ১১:৪৯; আপডেট: ৪ ডিসেম্বর ২০২৩ ১৪:৫১

সংগ্রহীত


আজ সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা ৪৮ ঘন্টা অবরোধের ২য় দিনে জামায়াতে ইসলামী রাজশাহী নগরীর উদ্যোগে রাজশাহী নগরীতে মিছিল ও পথসভার আয়োজন করা হয়।

জামায়াত প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে, সকালে মহানগরীর নতুন বাস টার্মিনাল মহাসড়ক এলাকায় মিছিল পরবর্তী সংক্ষিপ্ত এক সমাবেশে রাজশাহী মহানগরীর নেতৃবৃন্দ বলেন, জনগন আর ২০১৪ ও ২০১৮ সালের মতো ভোট ডাকাতি করে আওয়ামী লীগকে ক্ষমতায় বসতে দিবে না। যদি এবারও জনগণের মতামতকে উপেক্ষা করে সরকার পাতানো নির্বাচন করতে চায় তবে এর পরিনতি হবে ভয়াবহ। আর দেশে যে ধরনের পরিস্থিতি তৈরী হবে তার জন্য এককভাবে ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে দায়ী থাকতে হবে।  নেতৃবৃন্দ আরো বলেন, সরকার আজ ক্ষমতা হারানোর ভয়ে দিশেহারা ও জানশুন্য হয়ে পড়েছে। 

নেতৃবৃন্দ এই মূহুর্তে নির্বাচনী তফসিল বাতিল করে একটি অবাধ, সুষ্ঠু, অংশ গ্রহনমূলক নির্বাচন এবং আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দ এবং বিরোধী দলের নেতাকর্মীদের মুক্তিসহ সকল মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানান।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top