নগরীতে ভয়েস অব ইউথের উদ্যোগে বৃক্ষরোপন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২০ ২০:২৬; আপডেট: ২ আগস্ট ২০২৫ ১০:৩২

মুজিব বর্ষ উপলক্ষে রাজশাহী মহানগরীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছে সামাজিক সংগঠন ভয়েস অব ইউথ। শনিবার (৫ ডিসেম্বর) সকাল ১০ টায় নগরীর ছোটবনগ্রাম এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে এই বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
সংগঠনটির সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ মাহাফুজ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত জোন-৭ কাউন্সিলর উম্মে সালমা বুলবুলি, বীর মুক্তিযোদ্ধা মোঃ হায়দার আলী, বিশিষ্ট গীতিকার ও ছড়া লেখক নুরুল ইসলাম, মোঃ আলম, মোঃ খোরশেদ, হযরত আলী, দিনের আলো হিজরা সংঘের সভাপতি মিস মোহনা, সততা পরিবারের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার রাজু আহম্মেদ প্রমুখ।
এসময় কাউন্সিলর সুমন উপস্থিত সবাইকে প্রতিটি বাড়িতে একটি করে গাছ লাগানো ও পরিচর্যার জন্য অনুরোধ করেন।
এনএস
বিষয়: ভয়েস অব ইউথ
আপনার মূল্যবান মতামত দিন: