সাংবাদিক ফটিকের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২০ ০৫:২৪; আপডেট: ১৪ ডিসেম্বর ২০২০ ০৫:২৫

আনোয়ারুল আলম ফটিক

রাজশাহী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সোনালী সংবাদের প্রয়াত বার্তা সম্পাদক আনোয়ারুল আলম ফটিকের (৬০) প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এদিন মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন রাজশাহী প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক আসলাম উদ-দৌল্লাসহ সোনালী সংবাদের সকল সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। 

 গতবছর ২৭ নভেম্বর  আনোয়ারুল আলম ফটিক ব্রেইন স্ট্রোক করেন। সেদিনই দুপুরে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। এসময় তার বাম হাত ও পা প্রায় অকেজো হয়ে পড়ে। পরে ১২ ডিসেম্বর রাত পৌনে ৯টার দিকে নগরীর বালিয়াপুকুরের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।  মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য তিনি ১৯৯৬ সালে ক্রীড়া প্রতিবেদক হিসেবে রাজশাহীর দৈনিক সোনালী সংবাদে যোগ দেন। পরে নিজস্ব প্রতিবেদক ও প্রধান প্রতিবেদক হন। সবশেষ বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সোনালী সংবাদের পাশাপাশি বাংলাদেশ বেতারের রাজশাহী কেন্দ্রের একজন অনুবাদক হিসেবে কাজ করছিলেন। এছাড়া দৈনিক ভোরের পাতার রাজশাহী ব্যুরো প্রধান ছিলেন।

   



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top