রাজশাহী বিএনপির চার নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা গ্রহণ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ মার্চ ২০২১ ২০:৪০; আপডেট: ১৬ মার্চ ২০২১ ২০:৪১

মিজানুর রহমান মিনু, মোসাদ্দেক হোসেন বুলবুল, শফিকুল হক মিলন ও রুহুল কুদ্দুস তালুকদার

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা রাসিকের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল,সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনসহ সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা গ্রহণ করেছে আদালত। 

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪ (আমলী আদালত বোয়ালিয়া) এ মামলাটি উত্থাপন হলে তা আমলে নেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেয়ায় এই চারজনের নামে রাষ্ট্রদ্রোহ মামলা গ্রহণ করে আদালত। 

নগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোসাব্বিরুল ইসলাম মামলার বাদী হলেও তার আইনজীবী এবং দলের সাংগঠনিক সম্পাদক সম্পাদক অ্যাডভোকেট আসলাম সরকার মামলাটি আদালতে দাখিল করেন। এসময় বিচারক সাইফুল ইসলাম মামলার বাদীর জবানবন্দীও গ্রহণ করলেও আদালত তাৎক্ষণিকভাবে কোন আদেশ দেননি।

মামলা দায়ের করার সময় মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ দলীয় নেতাকর্মীরা আদালতে যান। 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top