বুধবার থেকে বুস্টার ডোজ শুরু
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২১ ০৫:১৩; আপডেট: ২৯ ডিসেম্বর ২০২১ ০৫:১৩
                                রাজশাহীতে বুধবার থেকে করোনার টিকার বুস্টার ডোজের প্রয়োগ শুরু হবে। তবে প্রথম দিকেই টিকা নিয়েছিলেন এমন ষাটোর্ধ্ব ব্যক্তিরা প্রথমে বুস্টার ডোজ পাবেন। সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল কেন্দ্রে এই টিকা দেওয়া হবে।
রাজশাহী সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম গণমাধ্যমকে জানান, দেশে করোনার টিকা আসার পর প্রথমদিকেই টিকা নিয়েছিলেন এমন ষাটোর্ধ্ব ব্যক্তিরা প্রথমে বুস্টার ডোজ পাবেন। বুধবার টিকা গ্রহণের জন্য মঙ্গলবার ৬০০ জনকে এসএমএস দেওয়া হয়েছে। তাঁরা বুস্টার ডোজ নিতে পারবেন। তিনি আরও জানান, বুস্টার ডোজের জন্য প্রথমে বয়সটাকেই বিবেচনা করা হচ্ছে। এরমধ্যে যদি কোন ফ্রন্টলাইনার থাকেন তাহলে তিনিও পাবেন। পরবর্তীতে বয়স ষাটের কম হলেও ফ্রন্ট লাইনারদের বুস্টার ডোজ টিকা দেওয়া হবে।
রামেক হাসপাতাল কেন্দ্রে সকাল ৯টা থেকে টিকা প্রয়োগ শুরু হবে। চলবে দুপুর ১টা পর্যন্ত। আগে যে টিকায় গ্রহণ করে থাকুন না কেন, বুস্টার ডোজ দেওয়া হবে ফাইজারের টিকায়।

                                                    
                                                    
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: